বুধবার, ২৯ অক্টোবর ২০২৫, ০৩:৪৬ পূর্বাহ্ন
শিরোনাম :
ইসির নিরাপত্তা নিশ্চিত করতে ডিএমপিকে চিঠি পাঠিয়েছে নির্বাচন কমিশন ব্রিটিশ হাইকমিশনারের সাক্ষাৎ বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ে কক্সবাজার বিমানবন্দরে আন্তর্জাতিক ফ্লাইট সাময়িক স্থগিতের ঘোষণা ইন্দোনেশিয়ার মুসলিমদের জন্য এলো সুখবর দুদকের মামলা: সরকারি তেল কোম্পানির ১১৯ কোটি টাকা আত্মসাতের অভিযোগ বিশেষ প্রিজন ভ্যানে ট্রাইব্যুনালে নেওয়া হলো ১৫ সেনা কর্মকর্তাকে রাজৈরে শহীদ মিনার ভাঙচুর করে ঘর তোলার চেষ্টা, এলাকায় উত্তেজনা সুদে কারবারীদের ফাঁদে এক নিরীহ পরিবার সুবর্ণচরে জমি দখল ঠেকাতে স্থানীয়দের প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত নড়াইলে ডিবির দুই পৃথক অভিযানে ৩৫ পিস ইয়াবাসহ দুইজন গ্রেপ্তার

কক্সবাজার বিমানবন্দরে আন্তর্জাতিক ফ্লাইট সাময়িক স্থগিতের ঘোষণা

নিজস্ব প্রতিবেদক
  • Update Time : মঙ্গলবার, ২৮ অক্টোবর, ২০২৫
  • ৩১ Time View
কক্সবাজার বিমানবন্দর। ছবি : সংগৃহীত

কক্সবাজার বিমানবন্দরে আন্তর্জাতিক শিডিউল ফ্লাইট পরিচালনা সাময়িকভাবে স্থগিত করা হয়েছে। বিষয়টি সোমবার (২৭ অক্টোবর) এক সরকারি বিজ্ঞপ্তিতে জানিয়েছে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়।

মন্ত্রণালয়ের সিভিল এভিয়েশন-১ শাখা থেকে স্বাক্ষরিত ওই পত্রে বলা হয়, আন্তর্জাতিক ফ্লাইট চালু না হওয়া পর্যন্ত কক্সবাজার বিমানবন্দরকে কোনো নন-শিডিউল আন্তর্জাতিক ফ্লাইট বা জরুরি অবতরণের জন্য ব্যবহার না করার অনুরোধ জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়, নির্দেশনা যথাযথভাবে বাস্তবায়নের জন্য সংশ্লিষ্ট সংস্থাগুলোকে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে বলা হয়েছে।

এর আগে, গত ১২ অক্টোবর কক্সবাজার বিমানবন্দরকে আন্তর্জাতিক ঘোষণা করে প্রজ্ঞাপন জারি করেছিল সরকার। এরপর বাংলাদেশ বিমানসহ বিভিন্ন এয়ারলাইন আন্তর্জাতিক ফ্লাইট চালুর প্রস্তুতি নিচ্ছিল। তবে এর মধ্যেই আন্তর্জাতিক ফ্লাইট পরিচালনায় স্থগিতাদেশ আসে।

উল্লেখ্য, ২০০৯ থেকে ২০১৩ সাল পর্যন্ত কক্সবাজার বিমানবন্দরের উন্নয়নকাজ শুরু হয়। পরবর্তীতে ২০১৫ সালে আন্তর্জাতিক মানে উন্নীতকরণের পরিকল্পনা নেয়া হয়।

২০২১ সালে বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ (বেবিচক) নতুন প্রকল্প হাতে নেয়, যার আওতায় বিমানবন্দরে নতুন টার্মিনাল ভবনসহ নানা অবকাঠামো উন্নয়ন চলছে। রানওয়ে ইতোমধ্যে ৬ হাজার ৭৭৫ ফুট থেকে বাড়িয়ে ৯ হাজার ফুটে উন্নীত করা হয়েছে। পুরো প্রকল্পের কাজ শেষ হওয়ার কথা ২০২৬ সালের ডিসেম্বরের মধ্যে।

তবে প্রায় ১১ হাজার বর্গফুট আয়তনের নতুন টার্মিনাল ভবনের নির্মাণকাজ এখনো সম্পূর্ণ হয়নি।

সূত্র জানায়, আন্তর্জাতিক ঘোষণা দেওয়ার পরও এখন পর্যন্ত কোনো দেশি বা বিদেশি এয়ারলাইন কক্সবাজার থেকে আন্তর্জাতিক ফ্লাইট পরিচালনায় আগ্রহ দেখায়নি। চট্টগ্রাম ও সিলেট থেকে মধ্যপ্রাচ্য ও যুক্তরাজ্যগামী ফ্লাইট চললেও কক্সবাজার রুটকে লাভজনক মনে করছে না বিমান সংস্থাগুলো।

ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

More News Of This Category