মঙ্গলবার, ২১ অক্টোবর ২০২৫, ১২:১০ অপরাহ্ন

মাদারীপুরে বেতন স্কেলসহ টেকনিক্যাল পদমর্যাদার দাবীতে স্বাস্থ্য সহকারীদের কর্মবিরতি

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ২৬ নভেম্বর, ২০২০
  • ৩১৭ Time View

মাদারীপুর প্রতিনিধি 

মাদারীপুরে বেতন স্কেলসহ টেকনিক্যাল পদমর্যাদায় উন্নিতকরনের দাবীতে কর্মবিরতি করেছেন স্বাস্থ্য সহকারীরা। স্বাস্থ্য সহকারী এসোসিয়শেনের উদ্দ্যোগে সোমবার সকাল থেকে জেলার ৪টি উপজেলায় অনির্দিষ্টকালের জন্য এই কর্মবিরতি শুরু হয়। দাবী না মানা পর্যন্ত এই কর্মবিরতি চলবে বলেও জানানো হয়। স্বাস্থ্য সহকারীদের কর্মবিরতির ফলে জেলার ১ হাজার ৪শ’ ৪০টি স্বাস্থ কেন্দ্রে সব ধরনের স্বাস্থ্য সেবা দেয়া বন্ধ রাখা হয়। এত চরম দুর্ভোগে পড়েন সেবা নিতে আসা রোগীরা। মাদারীপুর জেলায় করোনা ভাইরাস প্রতিরোধসহ জীবনের ঝুঁকি নিয়ে টিকাদান কর্মসূচি, আর্সেনিক রোগ নির্ণয়, সংক্রামক রোগ, কমিউনিটি ক্লিনিকে সেবা প্রদানসহ স্বাস্থ্য সেবায় দীর্ঘ দিন ধরে নিয়োজিত রয়েছে প্রায় আড়াইশ’ স্বাস্ব্য সহকারী। এরপরেও তারা টেকনিক্যাল পদ মর্যাদা থেকে বঞ্চিত। বারবার উর্দ্ধতন কর্তপক্ষকে জানালেও তাদের দাবী বাস্তবায়নে এগিয়ে আসেনি কেউ। এমতাবস্থায় দাবী মানা না হলে অনির্দিষ্টকালের কর্মবিরতি চালিয়ে যাবার ঘোষণা দেন তারা।

ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

More News Of This Category
Adsense