ঠাকুরগাঁও-৩ আসনের স্বতন্ত্র নারী সংসদ সদস্য প্রার্থী আশা মণি ভোটারদের কাছে ব্যতিক্রমী প্রতিশ্রুতি দিয়ে আলোচনায় এসেছেন। এমপি নির্বাচিত হলে তরুণদের বিয়ের ব্যবস্থা সহজ করে দেওয়ার ঘোষণা দিয়ে তিনি ভোট প্রার্থনা করেছেন।
বুধবার (২৮ জানুয়ারি) রাণীশংকৈল উপজেলার নেকমরদ এলাকায় গণসংযোগকালে তিনি এই প্রতিশ্রুতি দেন। এ সময় ভোটারদের উদ্দেশে তিনি বলেন, অনেক তরুণ তাকে বিয়ের ব্যবস্থা করে দেওয়ার অনুরোধ জানিয়েছেন। তাদের উদ্দেশে তার বার্তা—প্রত্যেকে একটি করে ভোট দিলে তিনি বিজয়ী হয়ে সবার বিয়ের ব্যবস্থা সহজ করতে উদ্যোগ নেবেন।
আশা মণি আরও বলেন, শুধু তরুণ নয়, বয়োজ্যেষ্ঠ ভোটারদের কাছেও তিনি ‘বিয়ের উপহার’ হিসেবে একটি করে ভোট চাচ্ছেন। দাদা-দাদি, নানা-নানি, চাচা-চাচিসহ সব বয়সের মানুষের কাছে এই ব্যতিক্রমী প্রতিশ্রুতি তুলে ধরেন তিনি।
জানা গেছে, এর আগেও তিনি স্থানীয় সরকার নির্বাচনে অংশ নিয়েছিলেন। তবে সে সময় তিনি খুব অল্পসংখ্যক ভোট পেয়েছিলেন।
উল্লেখ্য, আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ঠাকুরগাঁও-৩ আসনে আশা মণিসহ মোট ১০ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। পুরো ঠাকুরগাঁও জেলায় তিনটি সংসদীয় আসনের মধ্যে নারী প্রার্থী মাত্র দুজন। ঠাকুরগাঁও-২ আসনে জাতীয় পার্টির প্রার্থী নূরুন্নাহার বেগম এবং ঠাকুরগাঁও-৩ আসনে আলোচিত স্বতন্ত্র প্রার্থী হিসেবে লড়ছেন আশা মণি।
মন্তব্য করুন