গোপালগঞ্জের মুকসুদপুরে উপজেলা কেন্দ্রীয় সমবায় সমিতি (ইউসিসিএ) লিঃ এর বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (২৯ জানুয়ারি) সকালে বাংলাদেশ পল্লী উন্নয়ন বোর্ডের (বিআরডিবি) আয়োজনে, বিআরডিবির হলরুমে এ সভা অনুষ্ঠিত হয়। বিআরডিবির সাবেক সভাপতি ইব্রাহিম খলিল বাহার মিয়ার সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা নির্বাহী অফিসার মাহমুদ আশিক কবির।
সহকারী পল্লী উন্নয়ন কর্মকর্তা মোঃ তারিকুর রহমানের সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মোহাম্মদ আবুল হাছনাত, উপজেলা পল্লী উন্নয়ন কর্মকর্তা মোহাম্মদ আরিফুল আজম, উপজেলা সমাজসেবা অফিসার রাকিবুল হাসান শুভ, জনতা ব্যাংকের ম্যানেজার মোঃ এনামুল হাসানসহ বিভিন্ন সমিতির নেতৃবৃন্দ। সভায় প্রধান অতিথি উপজেলা নির্বাহী অফিসার মাহমুদ আশিক কবির, সমিতিকে কাজে লাগিয়ে কিভাবে সমাজিক ও রাষ্ট্রীয় উন্নয়ন সম্ভব তার দিক নির্দেশনা মূলক বক্তব্য রাখেন।
মন্তব্য করুন