মঙ্গলবার, ১৪ অক্টোবর ২০২৫, ০৭:১০ অপরাহ্ন

১৬১১১ এ কল পেয়ে যাত্রীবাহী লঞ্চে গুরুতর অসুস্থ যাত্রীকে চিকিৎসা সেবা দিয়েছে কোস্ট গার্ড

নিজস্ব প্রতিবেদক
  • Update Time : শনিবার, ৫ জুলাই, ২০২৫
  • ১৯৫ Time View

শনিবার ৫ জুলাই ২০২৫ তারিখ সকালে কোস্ট গার্ড সদর দপ্তর মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার হারুন-অর-রশীদ এ তথ্য জানান।

তিনি বলেন, গত ৪ জুলাই ২০২৫ শুক্রবার আনোয়ার মোল্লা (৪৫) নামের এক ব্যক্তি ভোলা হতে ঢাকাগামী লঞ্চ দোয়েল পাখি-১ যোগে ঢাকার উদ্দেশ্যে রওনা করে। কাশিপুর সংলগ্ন এলাকায় সন্ধ্যা ৭ টায় স্ট্রোক করে গুরুতর অসুস্থ হয়ে পড়ে। উক্ত বিষয়টি জনৈক এক ব্যক্তি কোস্ট গার্ড জরুরি সেবা নম্বর-১৬১১১ এ কল করে অবহিত করে। বিষয়টি জানার সাথে সাথে কোস্ট গার্ড স্টেশন পাগলা হতে জরুরী মেডিকেল সেবা প্রদানের নিমিত্বে একটি মেডিক্যাল টিম উক্ত স্হানে গমন করে। কোস্ট গার্ডের মেডিক্যাল টিম কর্তৃক অসুস্থ ব্যক্তিকে জরুরি প্রাথমিক চিকিৎসা প্রদান করা হয় এবং উন্নত চিকিৎসার জন্য অতি দ্রুত কোস্টগার্ড এর বোট যোগে ঢাকা সদরঘাটে নিয়ে যাওয়া হয়। সদরঘাটে উক্ত ব্যক্তির আত্মীয়-স্বজন এর নিকট হস্তান্তর করা হয় এবং তারা পরবর্তীতে এম্বুলেন্সযোগে আগারগাঁও ‘ন্যাশনাল ইনস্টিটিউট অব নিউরোসায়েন্সেস ও হাসপাতাল’ এ নিয়ে যায়। রোগীর অবস্থা আরও গুরুতর হলে উন্নত চিকিৎসার লক্ষ্যে কোস্ট গার্ড সদর দপ্তর কর্তৃক গঠিত একটি বিশেষ দলের তত্ত্বাবধানে শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়।

বর্তমানে রোগী শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে।

তিনি আরও বলেন, বাংলাদেশ কোস্ট গার্ড উপকূলীয় ও নদী তীরবর্তী অঞ্চলের নিরাপত্তা নিশ্চিতের পাশাপাশি মানবিক কর্মকাণ্ডও নিরলসভাবে কাজ করে যাচ্ছে। জনগণের সেবায় কোস্ট গার্ড সর্বদা নিয়োজিত ছিল এবং ভবিষ্যতেও এই ধারাবাহিকতা অব্যাহত থাকবে। উপকূলীয় অঞ্চলে যেকোনো জরুরি প্রয়োজনে কোস্ট গার্ড এর জরুরি সেবা নিতে হলে কল করুন ১৬১১১ নম্বরে।

ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

More News Of This Category
Adsense