বৃহস্পতিবার, ১৬ অক্টোবর ২০২৫, ১০:১২ অপরাহ্ন

আজ দেশের সব ব্যাংকে লেনদেন বন্ধ থাকবে

জনপদ ডেস্ক
  • Update Time : মঙ্গলবার, ১ জুলাই, ২০২৫
  • ১০৬ Time View

আজ মঙ্গলবার, ১ জুলাই, দেশে পালিত হচ্ছে ব্যাংক হলিডে। এ উপলক্ষে দেশের সব তফসিলি ব্যাংকে গ্রাহক লেনদেন বন্ধ রয়েছে। একই সঙ্গে ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) এবং চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জ (সিএসই)-তেও শেয়ার লেনদেন স্থগিত রয়েছে।

প্রতি বছর ১ জুলাই এবং ৩১ ডিসেম্বর তারিখে ব্যাংকগুলো ব্যাংক হলিডে পালন করে। এই দিনগুলোতে ব্যাংকগুলো অর্ধবার্ষিক ও বার্ষিক হিসাব চূড়ান্তকরণের কাজ সম্পন্ন করে। এ কারণে এ সময় সাধারণ গ্রাহকদের জন্য সব ধরনের লেনদেন বন্ধ থাকে।

তবে ব্যাংকগুলোর প্রধান কার্যালয় এবং কিছু গুরুত্বপূর্ণ শাখা সীমিত পরিসরে খোলা রয়েছে। সেখানে অভ্যন্তরীণ প্রশাসনিক ও হিসাব সংক্রান্ত কার্যক্রম চলবে।

আজ বন্ধ থাকবে:

  • নগদ জমা ও উত্তোলন

  • চেক নিষ্পত্তি

  • ডিমান্ড ড্রাফট (ডিডি)

  • পে-অর্ডার

  • মোবাইল ব্যাংকিংয়ের মাধ্যমে আন্তঃব্যাংক লেনদেন

  • স্টক এক্সচেঞ্জে শেয়ার লেনদেন

চালু থাকবে:

  • এটিএম থেকে টাকা উত্তোলন

  • ব্যাংকের অভ্যন্তরীণ কার্যক্রম

  • ডিএসই ও সিএসই-তে দাপ্তরিক কাজ

বাংলাদেশ ব্যাংকের তথ্য অনুযায়ী, ১ জুলাই তারিখটি ব্যাংক খাতে ‘অর্ধবার্ষিক সমাপনী হিসাব’ হিসেবে বিবেচিত হয়। ব্যাংকগুলো ৩০ জুন পর্যন্ত ছয় মাসের হিসাব শেষ করে এবং পরদিন তা একত্র করে ব্যালেন্স শিট তৈরি করে। এই কাজ নির্বিঘ্নভাবে সম্পন্ন করার জন্যই ১ জুলাই ব্যাংক হলিডে পালন করা হয়।

ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

More News Of This Category
Adsense