বৃহস্পতিবার, ১৪ অগাস্ট ২০২৫, ০১:১৪ পূর্বাহ্ন
শিরোনাম :
বাংলাদেশ পূজা উদযাপন ফ্রন্ট কেন্দ্রীয় কমিটির উদ্যোগে জাতীয় প্রেসক্লাবে সনাতনী মহাসমাবেশ অনুষ্ঠিত। টেকেরহাট শহীদ সরদার সাজাহান গার্লস স্কুল এন্ড কলেজে ” জুলাই গণ অভ্যুত্থান”দিবস উদযাপিত। ভোগ বিলাসে উপদেষ্টারা ব্যস্ত : রংপুরে সাদিক শার্শায় হতদরিদ্রের খাদ্য সহায়তা কর্মসূচির চাল ছিনতাইয়ের অভিযোগে আটক-২ কদমবাড়ী উচ্চ বিদ্যালয় অ্যালামনাই এসোসিয়েশনের শপথবাক্য পাঠ ও পরিচিতি সভা অনুষ্ঠিত হয়েছে। মাদারীপুরে বাবুর্চি সহ ২টি মরদেহ উদ্ধার মুকসুদপুরের বাটিকামারী উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ের সভাপতি হলেন সেলিমুজ্জামান সেলিম গোপালগঞ্জ সদর উপজেলা পরিবার- পরিকল্পনা বিভাগের মাসিক সমন্বয় সভা অনুষ্ঠিত “সহকর্মীর সঙ্গে প্রেমে জড়ানোর আগে ভাবুন—এই ৫টি দিক” ১০০ টাকার প্রাইজবন্ডের ‘ড্র’ অনুষ্ঠিত হবে বৃহস্পতিবার

যুক্তরাষ্ট্রে প্রবেশে ১২টি দেশের নাগরিকদের জন্য নিষেধাজ্ঞা জারি

আন্তর্জাতিক ডেস্ক
  • Update Time : বৃহস্পতিবার, ৫ জুন, ২০২৫
  • ২৩৩ Time View
ডোনাল্ড ট্রাম্প। ছবি : সংগৃহীত

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প যুক্তরাষ্ট্রে প্রবেশে ১২টি দেশের নাগরিকদের ওপর নিষেধাজ্ঞা আরোপ করেছেন। পাশাপাশি সাতটি দেশের নাগরিকদের ওপর কঠোর বিধিনিষেধও জারি করা হয়েছে।

বুধবার (৪ জুন) তিনি একটি নির্বাহী আদেশে স্বাক্ষর করে এ নিষেধাজ্ঞা কার্যকর করার জন্য প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের নির্দেশ দেন। পরে হোয়াইট হাউস এই তথ্য নিশ্চিত করে একটি বিবৃতি প্রকাশ করে।

নিষেধাজ্ঞার আওতায় থাকা দেশগুলোর মধ্যে রয়েছে আফগানিস্তান, চাদ, কঙ্গো, ইকুয়েটোরিয়াল গিনি, ইরিত্রিয়া, হাইতি, ইরান, লিবিয়া, মিয়ানমার, সোমালিয়া, সুদান এবং ইয়েমেন।

এছাড়া বুরুন্ডি, কিউবা, লাওস, সিয়েরা লিওন, টোগো, তুর্কমেনিস্তান এবং ভেনেজুয়েলার নাগরিকদের জন্য কঠোর বিধিনিষেধ আরোপ করা হয়েছে।

ট্রাম্প বলেন, “যুক্তরাষ্ট্রের জাতীয় নিরাপত্তা এবং জনগণের স্বার্থ রক্ষার জন্য আমাকে এই পদক্ষেপ নিতে হয়েছে।”

এই আদেশটি সোমবার (৯ জুন) স্থানীয় সময় রাত ১২:০১ মিনিট থেকে কার্যকর হবে। আদেশে উল্লেখ করা হয়েছে, এই তারিখের আগে ইস্যু করা ভিসাগুলো বাতিল করা হবে না।

হোয়াইট হাউস থেকে প্রকাশিত একটি ভিডিও বার্তায় ট্রাম্প বলেন, “কলোরাডোর বোল্ডারে ইসরায়েলপন্থী একটি সমাবেশে সাম্প্রতিক হামলা প্রমাণ করে, যথাযথ যাচাই ছাড়া বিদেশি নাগরিকদের প্রবেশের ফলে আমাদের দেশ ঝুঁকির মুখে পড়েছে। এটি আমাদের জন্য বড় ধরনের বিপদ।”

তিনি আরও বলেন, “আমাদের দেশে লক্ষ লক্ষ অবৈধ অভিবাসী রয়েছে, যারা এখানে থাকা উচিত নয়। ইউরোপে যা ঘটেছে, তা আমেরিকায় ঘটতে দেব না। যেসব দেশ থেকে নিরাপদ এবং নির্ভরযোগ্যভাবে যাচাই সম্ভব নয়, তাদের জন্য উন্মুক্ত অভিবাসন অনুমতি দেওয়া হবে না।”

ট্রাম্প আরও দাবি করেন, “যারা আমাদের ক্ষতি করতে চায়, তাদের আমরা যুক্তরাষ্ট্রে প্রবেশের অনুমতি দেব না।”

২০১৭ সালে তার প্রথম মেয়াদে ট্রাম্প সাতটি প্রধানত মুসলিম দেশ—ইরান, ইরাক, লিবিয়া, সোমালিয়া, সুদান, সিরিয়া এবং ইয়েমেনের নাগরিকদের জন্য ভ্রমণে নিষেধাজ্ঞা আরোপ করেছিলেন, যা ব্যাপক সমালোচনার মুখে পড়েছিল।

এবারের আদেশের মাধ্যমে ট্রাম্প দায়িত্ব নেয়ার পরই অভিবাসনবিরোধী পদক্ষেপ শুরু করেছেন এবং তার নীতির বিরোধিতা করা দেশগুলোর ওপর চাপ বৃদ্ধি করছেন। বিশ্বব্যাপী সমালোচনার মধ্যেও ট্রাম্প অভিবাসনবিরোধী কার্যক্রম অব্যাহত রেখেছেন।

ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

More News Of This Category
Adsense