বুধবার, ১৩ অগাস্ট ২০২৫, ১১:৫৪ অপরাহ্ন
শিরোনাম :
বাংলাদেশ পূজা উদযাপন ফ্রন্ট কেন্দ্রীয় কমিটির উদ্যোগে জাতীয় প্রেসক্লাবে সনাতনী মহাসমাবেশ অনুষ্ঠিত। টেকেরহাট শহীদ সরদার সাজাহান গার্লস স্কুল এন্ড কলেজে ” জুলাই গণ অভ্যুত্থান”দিবস উদযাপিত। ভোগ বিলাসে উপদেষ্টারা ব্যস্ত : রংপুরে সাদিক শার্শায় হতদরিদ্রের খাদ্য সহায়তা কর্মসূচির চাল ছিনতাইয়ের অভিযোগে আটক-২ কদমবাড়ী উচ্চ বিদ্যালয় অ্যালামনাই এসোসিয়েশনের শপথবাক্য পাঠ ও পরিচিতি সভা অনুষ্ঠিত হয়েছে। মাদারীপুরে বাবুর্চি সহ ২টি মরদেহ উদ্ধার মুকসুদপুরের বাটিকামারী উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ের সভাপতি হলেন সেলিমুজ্জামান সেলিম গোপালগঞ্জ সদর উপজেলা পরিবার- পরিকল্পনা বিভাগের মাসিক সমন্বয় সভা অনুষ্ঠিত “সহকর্মীর সঙ্গে প্রেমে জড়ানোর আগে ভাবুন—এই ৫টি দিক” ১০০ টাকার প্রাইজবন্ডের ‘ড্র’ অনুষ্ঠিত হবে বৃহস্পতিবার

পৌনে চার লাখ এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীর বেতন আজ, বোনাস মিলবে সোমবার

অনলাইন সংস্করণ
  • Update Time : রবিবার, ১ জুন, ২০২৫
  • ১০০ Time View

পৌনে চার লাখ এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীদের মে মাসের বেতন রোববার (১ জুন) বিকেলে ব্যাংক অ্যাকাউন্টে পাঠানো হবে বলে জানিয়েছে মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তর (মাউশি)। মাউশির ইএমআইএস সেলের এক কর্মকর্তা জানিয়েছেন, বিকেলের মধ্যে বেসরকারি স্কুল ও কলেজের শিক্ষক-কর্মচারীরা তাদের বেতন নিজ নিজ অ্যাকাউন্টে পেয়ে যাবেন।

এ ছাড়া, সোমবার (২ জুন) থেকে বোনাসের অর্থও পেতে শুরু করবেন শিক্ষক-কর্মচারীরা। এবার শিক্ষকরা মূল বেতনের ৫০ শতাংশ হারে ঈদ বোনাস পাবেন, যা আগে ছিল ২৫ শতাংশ। কর্মচারীরা আগের মতোই ৫০ শতাংশ বোনাস পাবেন। অর্থ মন্ত্রণালয়ের অর্থ বিভাগ গত ২৬ মে এ সিদ্ধান্তের চূড়ান্ত অনুমোদন দিয়েছে।

জানা গেছে, সরকারি কর্মকর্তা-কর্মচারীরা ইএফটির মাধ্যমে বেতন-ভাতা পেলেও বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক-কর্মচারীরা এতদিন রাষ্ট্রায়ত্ত ৮টি ব্যাংকের মাধ্যমে ‘অ্যানালগ’ পদ্ধতিতে বেতন পেতেন, যা তুলতে অনেক ভোগান্তি হতো।

গত ৫ অক্টোবর বিশ্ব শিক্ষক দিবসে শিক্ষা মন্ত্রণালয় ইএফটির মাধ্যমে বেসরকারি শিক্ষকদের এমপিও বেতন-ভাতা প্রদানের ঘোষণা দেয়। প্রথমে ২০৯ জন শিক্ষক-কর্মচারীর অক্টোবর মাসের বেতন ইএফটির মাধ্যমে ছাড় করা হয়। এরপর ১ জানুয়ারি থেকে প্রায় ১ লাখ ৮৯ হাজার শিক্ষক-কর্মচারীর বেতন-ভাতা সরকারি অংশ ইএফটির মাধ্যমে দেওয়া হয়। ধাপে ধাপে বাকি শিক্ষক-কর্মচারীদেরও একই পদ্ধতিতে বেতন-ভাতা দেওয়া হচ্ছে।

ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

More News Of This Category
Adsense