বৃহস্পতিবার, ১৪ অগাস্ট ২০২৫, ০১:১২ পূর্বাহ্ন
শিরোনাম :
বাংলাদেশ পূজা উদযাপন ফ্রন্ট কেন্দ্রীয় কমিটির উদ্যোগে জাতীয় প্রেসক্লাবে সনাতনী মহাসমাবেশ অনুষ্ঠিত। টেকেরহাট শহীদ সরদার সাজাহান গার্লস স্কুল এন্ড কলেজে ” জুলাই গণ অভ্যুত্থান”দিবস উদযাপিত। ভোগ বিলাসে উপদেষ্টারা ব্যস্ত : রংপুরে সাদিক শার্শায় হতদরিদ্রের খাদ্য সহায়তা কর্মসূচির চাল ছিনতাইয়ের অভিযোগে আটক-২ কদমবাড়ী উচ্চ বিদ্যালয় অ্যালামনাই এসোসিয়েশনের শপথবাক্য পাঠ ও পরিচিতি সভা অনুষ্ঠিত হয়েছে। মাদারীপুরে বাবুর্চি সহ ২টি মরদেহ উদ্ধার মুকসুদপুরের বাটিকামারী উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ের সভাপতি হলেন সেলিমুজ্জামান সেলিম গোপালগঞ্জ সদর উপজেলা পরিবার- পরিকল্পনা বিভাগের মাসিক সমন্বয় সভা অনুষ্ঠিত “সহকর্মীর সঙ্গে প্রেমে জড়ানোর আগে ভাবুন—এই ৫টি দিক” ১০০ টাকার প্রাইজবন্ডের ‘ড্র’ অনুষ্ঠিত হবে বৃহস্পতিবার

হামাস যুক্তরাষ্ট্রের যেসব প্রস্তাবে সম্মত হয়েছে

অনলাইন সংস্করণ
  • Update Time : মঙ্গলবার, ২৭ মে, ২০২৫
  • ৩২০ Time View
ফাইল ছবি

হামাস যুক্তরাষ্ট্রের মধ্যপ্রাচ্যবিষয়ক বিশেষ দূত স্টিভ উইটকফের প্রস্তাবিত যুদ্ধবিরতি চুক্তিতে সম্মতি জানিয়েছে। ফিলিস্তিনের স্বাধীনতাকামী এই গোষ্ঠীর ঘনিষ্ঠ একটি সূত্রের বরাত দিয়ে এ তথ্য জানিয়েছে কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরা।

আল জাজিরার প্রতিবেদনে বলা হয়, গাজায় যুদ্ধবিরতি প্রতিষ্ঠায় মধ্যস্থতাকারীদের মাধ্যমে পাওয়া একটি প্রস্তাব মেনে নিয়েছে হামাস। খসড়া চুক্তি অনুযায়ী, হামাস দুই দফায় ইসরায়েলের ১০ জন জিম্মিকে মুক্তি দেবে। এর বিনিময়ে ইসরায়েল গাজা থেকে আংশিক সেনা প্রত্যাহার করবে এবং ৬০ দিনের যুদ্ধবিরতি কার্যকর করবে।

প্রস্তাব অনুযায়ী, ইসরায়েল শত শত ফিলিস্তিনি বন্দিকে মুক্তি দেবে, যাদের অনেকেই দীর্ঘমেয়াদি সাজায় কারাবন্দি। তবে ইসরায়েল এই প্রস্তাব নিয়ে এখনো আনুষ্ঠানিক কোনো মন্তব্য দেয়নি।

চুক্তির অংশ হিসেবে, প্রতিদিন এক হাজার ত্রাণবাহী ট্রাক গাজায় প্রবেশ করবে এবং যুদ্ধবিরতির পঞ্চম দিনের মধ্যে ইসরায়েলকে গাজার গুরুত্বপূর্ণ অঞ্চলগুলো থেকে সরে যেতে হবে বলে হামাসঘনিষ্ঠ সূত্রটি জানিয়েছে।

চুক্তিতে আরও উল্লেখ করা হয়েছে, যুদ্ধবিরতির সময় যুক্তরাষ্ট্র আলোচনার ধারাবাহিকতা বজায় রাখবে এবং আলোচনা ভেঙে পড়লে উত্তেজনা প্রশমনে পদক্ষেপ নেবে।

ওই একই সূত্র জানায়, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এই উদ্যোগকে সমর্থন করেছেন এবং জানুয়ারিতে প্রস্তাবিত যুদ্ধবিরতির কাঠামোর ভিত্তিতে ইসরায়েলের ওপর পূর্ণ সেনা প্রত্যাহারসহ চুক্তির অন্যান্য শর্ত মানতে চাপ প্রয়োগের আশ্বাস দিয়েছেন। এছাড়া, যুদ্ধবিরতি বাড়ানোর সুযোগও থাকবে, যার বাস্তবায়ন তদারকি করবে আন্তর্জাতিক ও আঞ্চলিক পর্যবেক্ষকরা।

স্টিভ উইটকফ সম্প্রতি সিএনএন-এ দেওয়া এক মন্তব্যে জানিয়েছেন, গাজায় যুদ্ধবিরতির একটি চুক্তি এখন আলোচনার টেবিলে রয়েছে এবং তিনি হামাসকে সেটি মেনে নেওয়ার আহ্বান জানিয়েছেন। তার মন্তব্যের পরপরই হামাসের পক্ষ থেকে সম্মতির খবর আসে।

ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

More News Of This Category
Adsense