বুধবার, ১৩ অগাস্ট ২০২৫, ১১:৫৪ অপরাহ্ন
শিরোনাম :
বাংলাদেশ পূজা উদযাপন ফ্রন্ট কেন্দ্রীয় কমিটির উদ্যোগে জাতীয় প্রেসক্লাবে সনাতনী মহাসমাবেশ অনুষ্ঠিত। টেকেরহাট শহীদ সরদার সাজাহান গার্লস স্কুল এন্ড কলেজে ” জুলাই গণ অভ্যুত্থান”দিবস উদযাপিত। ভোগ বিলাসে উপদেষ্টারা ব্যস্ত : রংপুরে সাদিক শার্শায় হতদরিদ্রের খাদ্য সহায়তা কর্মসূচির চাল ছিনতাইয়ের অভিযোগে আটক-২ কদমবাড়ী উচ্চ বিদ্যালয় অ্যালামনাই এসোসিয়েশনের শপথবাক্য পাঠ ও পরিচিতি সভা অনুষ্ঠিত হয়েছে। মাদারীপুরে বাবুর্চি সহ ২টি মরদেহ উদ্ধার মুকসুদপুরের বাটিকামারী উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ের সভাপতি হলেন সেলিমুজ্জামান সেলিম গোপালগঞ্জ সদর উপজেলা পরিবার- পরিকল্পনা বিভাগের মাসিক সমন্বয় সভা অনুষ্ঠিত “সহকর্মীর সঙ্গে প্রেমে জড়ানোর আগে ভাবুন—এই ৫টি দিক” ১০০ টাকার প্রাইজবন্ডের ‘ড্র’ অনুষ্ঠিত হবে বৃহস্পতিবার

মাদারীপুরে এইচএসসি পরীক্ষার্থীদের মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ

মাদারীপুর প্রতিনিধি
  • Update Time : মঙ্গলবার, ২৭ মে, ২০২৫
  • ১৪৮ Time View

কালকিনিতে এইচএসসি পরীক্ষা কেন্দ্র স্থাপনের দাবিতে মহাসড়ক অবরোধ, শিক্ষার্থীদের ২৪ ঘণ্টার আল্টিমেটাম

মাদারীপুরের কালকিনি উপজেলায় এইচএসসি পরীক্ষা কেন্দ্র নিজ এলাকায় রাখার দাবিতে ঢাকা-বরিশাল মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেছে শিক্ষার্থীরা। মঙ্গলবার (২৭ মে) সকাল ১০টায় কালকিনি সৈয়দ আবুল হোসেন বিশ্ববিদ্যালয় কলেজের শিক্ষার্থীরা এই কর্মসূচি পালন করে।

ভুরঘাটা বাসস্ট্যান্ড এলাকায় মহাসড়ক অবরোধ করায় যান চলাচল সম্পূর্ণ বন্ধ হয়ে পড়ে। এতে সড়কের দু’পাশে প্রায় ৪ কিলোমিটার এলাকাজুড়ে সৃষ্টি হয় যানজট। দুর্ভোগে পড়েন যাত্রীরা।

জানা গেছে, কালকিনি সৈয়দ আবুল হোসেন বিশ্ববিদ্যালয় কলেজের শিক্ষার্থীদের পরীক্ষাকেন্দ্র বরাবরের মতো পাশের ডাসার উপজেলায় নির্ধারণ করা হয়েছে। অথচ ডাসারের শিক্ষার্থীরা নিজের উপজেলাতেই পরীক্ষা দেয়। এতে কালকিনির শিক্ষার্থীরা সময়, অর্থ ও শারীরিকভাবে ভোগান্তির শিকার হচ্ছেন বলে অভিযোগ করেন। এ সমস্যা নিরসনে তারা গত কয়েকদিন ধরেই আন্দোলন চালিয়ে যাচ্ছেন।

শিক্ষার্থীদের অভিযোগ, গত ১০ দিন ধরে বিভিন্ন সময়ে প্রশাসনের পক্ষ থেকে আশ্বাস দেওয়া হলেও এখনো পর্যন্ত কোনো বাস্তব পদক্ষেপ নেওয়া হয়নি। ফলে পূর্বঘোষণা অনুযায়ী মঙ্গলবার সকাল থেকে সড়ক অবরোধ করেন তারা। হাতে ব্যানার ও ফেস্টুন নিয়ে স্লোগান দিতে থাকেন বিক্ষুব্ধ শিক্ষার্থীরা।

অবশেষে দুপুর ১২টার দিকে প্রশাসনের আশ্বাসে তারা অবরোধ তুলে নেন এবং যান চলাচল স্বাভাবিক হয়। তবে শিক্ষার্থীরা ২৪ ঘণ্টার আল্টিমেটাম দিয়ে জানিয়েছেন, দাবি না মানলে পরবর্তীতে আরও কঠোর কর্মসূচি গ্রহণ করা হবে, এমনকি স্থায়ীভাবে মহাসড়ক অবরোধ করার হুঁশিয়ারিও দেন তারা।

মানবিক বিভাগের শিক্ষার্থী সামি বলেন, “প্রশাসন বারবার আশ্বাস দিলেও বাস্তব কোনো পদক্ষেপ নেয়নি। এবার যদি দাবি মানা না হয়, আমরা বৃহত্তর কর্মসূচিতে যাবো। প্রয়োজন হলে দক্ষিণাঞ্চলের সড়ক যোগাযোগ অচল করে দেবো।”

বিজ্ঞান বিভাগের পরীক্ষার্থী মোহাম্মদ বাহাউদ্দিন রাতুল বলেন, “নিজ উপজেলায় পরীক্ষা কেন্দ্রে না হলে আমরা অন্য উপজেলায় পরীক্ষা দেবো না। আমাদের দাবি আদায় না হওয়া পর্যন্ত আন্দোলন চলবে।”

কালকিনি উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) উত্তম কুমার দাশ বলেন, “শিক্ষার্থীদের দাবি লিখিতভাবে ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হয়েছে। মন্ত্রণালয় এবং সংশ্লিষ্ট দপ্তর বিষয়টি গুরুত্বের সঙ্গে বিবেচনা করছে। আশা করি, দ্রুতই প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।”

ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

More News Of This Category
Adsense