সোমবার, ২০ অক্টোবর ২০২৫, ০৪:১১ অপরাহ্ন

বোতল নিয়ে ছুটে আসা কোচকে রেফারি দিলেন ‘কুংফু কিক’

স্পোর্টস ডেস্ক
  • Update Time : মঙ্গলবার, ১ এপ্রিল, ২০২৫
  • ৫১৯ Time View

পেরুর একটি ফুটবল প্রতিযোগিতায় ঘটেছে এক চমকপ্রদ ঘটনা। সাধারণত খেলোয়াড়রা উত্তেজনা ও রাগের কারণে শারীরিক সংঘর্ষে জড়ান, তবে এই ঘটনায় মুখোমুখি হন কোচ এবং রেফারি। ম্যাচের মাঝে, কোচ একটি বোতল হাতে নিয়ে মাঠে ঢুকে রেফারিকে আঘাত করতে উদ্যত হন, কিন্তু পুরোপুরি সফল হননি। রেফারি খেলার নিয়মের বাইরে গিয়ে ‘কুংফু কিক’ মেরে কোচকে মাটিতে ফেলে দেন।

এই ঘটনা পেরুর রাজধানী লিমায় পেরু কাপের ম্যাচে ঘটে, যেখানে স্পোর্ত হুয়াকিয়া ও মাগদালেনার মধ্যে খেলা চলছিল। খেলা প্রায় শেষের দিকে ছিল, মাত্র ৮ মিনিট বাকি থাকতে ম্যাচটি বাতিল করা হয়। ৮২ মিনিটে হুয়াকিয়া ২-১ গোলে এগিয়ে ছিল।

হঠাৎ করে বোতল হাতে মাগদালেনার কোচিং স্টাফ রেফারির দিকে দৌড়ে গেলে, রেফারি আগে থেকেই প্রস্তুত হয়ে অ্যাকশনে চলে যান। তার লাথি খেয়ে কোচের স্টাফ মাটিতে লুটিয়ে পড়েন। রেফারি লুইস অ্যালেগ্রি সেসময় কারাতে কৌশলে ওই কোচিং স্টাফের ঘাড়ে আঘাত করেন। আসলে, রেফারি তার আচরণ দেখে আগেই তাকে লাল কার্ড দেখানোর প্রস্তুতি নিচ্ছিলেন। টেলিগ্রাফের রিপোর্ট অনুযায়ী, সহকারী রেফারি মাগদালেনার ডাগআউটে কাউকে সতর্ক করেছিলেন, এবং রেফারি তার ইঙ্গিত পেয়ে কার্ড বের করেছিলেন, তবে পরিস্থিতি পাল্টে যাওয়ায় তা আর দেখানো হয়নি।

এই ঘটনার পরই মাঠে পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে এবং কিছু সময় উত্তেজনা চলার পর ম্যাচটি বাতিল ঘোষণা করা হয়। আহত কোচিং স্টাফকে হাসপাতালে নেওয়া হয়। এই ঘটনায় রেফারি ও কোচ দুজনের বিরুদ্ধে শৃঙ্খলা ভঙ্গের জন্য ব্যবস্থা নেওয়া হতে পারে।

ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

More News Of This Category
Adsense