আগামী ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিত হতে যাচ্ছে ত্রয়োদশ সংসদ নির্বাচন ভোটের মাঠ এখন সরগম। তাই ঢাকা-১৯ আসনে আসন্ন নির্বাচনকে সামনে রেখে জনমতে এগিয়ে রয়েছেন বিএনপির মনোনীত ধানের শীষের প্রার্থী, দুইবারের সাবেক সংসদ সদস্য ডা. দেওয়ান মো.সালাউদ্দিন বাবু।
নির্বাচনী প্রচারণায় তিনি দিন-রাত এলাকার মানুষের দ্বারে দ্বারে গিয়ে ভোট ও দোয়া প্রার্থনা করছেন। বিভিন্ন সভা-সমাবেশ ও অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, “তরুণরাই একটি জাতির ভবিষ্যৎ শক্তি। মাদকের ভয়াল থাবা থেকে আমাদের সন্তানদের রক্ষা করতে হলে তাদের মেধা ও শক্তিকে সঠিক পথে পরিচালিত করতে হবে। আসুন, আমরা সবাই মিলে একটি সুন্দর ও মাদকমুক্ত সমাজ গড়ে তুলি।
স্থানীয় সূত্রে জানা গেছে, সাভার ও আশুলিয়ার মাটি ও মানুষের সঙ্গে দীর্ঘদিনের সম্পৃক্ততার কারণে ডা.দেওয়ান মো.সালাউদ্দিন বাবু এলাকাবাসীর কাছে একজন জনপ্রিয় নেতা হিসেবে পরিচিত। তিনি সবাইকে ঐক্যবদ্ধভাবে ধানের শীষের বিজয় নিশ্চিত করার লক্ষ্যে কাজ করার আহ্বান জানিয়েছেন।
সরেজমিনে বিভিন্ন এলাকা ঘুরে জানা গেছে, বর্তমান সময়ে ঢাকা-১৯ আসনে জনমতের বিচারে ধানের শীষ প্রতীক এগিয়ে রয়েছে। এলাকাবাসীর মতে, ডা. দেওয়ান মোঃ সালাউদ্দিন বাবু একজন “হেভিওয়েট” প্রার্থী হওয়ায় সাভার-আশুলিয়ায় তার সঙ্গে প্রতিদ্বন্দ্বিতা করার মতো শক্ত অবস্থানে আপাতত তেমন কেউকে দেখা যাচ্ছে না।
মন্তব্য করুন