মঙ্গলবার, ২১ অক্টোবর ২০২৫, ০৪:২৯ পূর্বাহ্ন

নাটোর চিনিকলের ফটকে শ্রমিক -কর্মচারী ও আখ চাষীদের সমাবেশ

Reporter Name
  • Update Time : শনিবার, ২১ নভেম্বর, ২০২০
  • ২৯০ Time View

 নাটোর জেলা প্রতিনিধিঃ

পাবনাসহ দেশের বিভিন্ন চিনিকল বন্ধের সিদ্ধান্তের প্রতিবাদসহ ৫ দফা দাবীতে নাটোর চিনিকলে ফটকে সমাবেশ করেছে আখচাষী ও শ্রমিক,কর্মচারী ইউনিয়ন। শনিবার ২১ (নভেম্বর) সকালে নাটোর চিনিকলের প্রধান গেইটের সামনে অনুষ্ঠিত সমাবেশে চিনিকল শ্রমিক কর্মচারী ইউনিয়নের সভাপতি ফিরোজ রহমানের সভাপতিত্বে এই সমাবেশ অনুষ্ঠিত হয়। সমাবেশে বক্তৃতা করেন শ্রমিক কর্মচারী ইউনিয়নের সাধারন সম্পাদক মনছুর রহমান,সাংগঠনিক সম্পাদক সাইদুজ্জামান,সাবেক সভাপতি আতাউর রহমান, সাবেক সেক্রেটারী সাইফুল ইসলাম, সুজাউল মতিন, আখ চাষী ফেডারেমনের সিনিয়র সহসভাপতি মসলেম উদ্দিন,সেক্রেটারী ময়েজ উদ্দিন প্রমুখ। বক্তারা শ্রমিক কর্মচারীদের বকেয়া বেতন ভাতা ও আখ চাষীদের বকেয়া পরিশোধসহ দ্রুত সময়ের মধ্যে মিল চালুর দাবী জানান। এছাড়া চিনিকল বন্ধের সিদ্ধান্ত নেয়া হলে বৃহত্তর আন্দোলনের ডাক দেয়ার হুঁশিয়ারী করেন তারা।

ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

More News Of This Category
Adsense