রবিবার, ০২ নভেম্বর ২০২৫, ১১:০০ অপরাহ্ন
শিরোনাম :

“সেই উর্মিকে আদালতে উপস্থিত করার নির্দেশ”

অনলাইন রিপোর্ট
  • Update Time : মঙ্গলবার, ৮ অক্টোবর, ২০২৪
  • ৩২৯ Time View
তাপসী তাবাসসুম উর্মি। ছবি : সংগৃহীত

আদালতে হাজির হওয়ার জন্য বরখাস্ত হওয়া নির্বাহী ম্যাজিস্ট্রেট তাপসী তাবাসসুম উর্মির বিরুদ্ধে সমন জারি করেছেন আদালত। তাকে আগামী ২৮ নভেম্বর ঢাকার সিএমএম আদালতে উপস্থিত হতে নির্দেশ দেওয়া হয়েছে।

মঙ্গলবার (৮ অক্টোবর) ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট জাকির হোসেনের আদালত উর্মির বিরুদ্ধে মানহানির মামলা গ্রহণ করে এই আদেশ দেন। মামলাটি করেছেন গণঅধিকার পরিষদের উচ্চতর পরিষদের সদস্য ও গণমাধ্যম সমন্বয়ক আবু হানিফ।

এর আগে, তাপসী তাবাসসুম উর্মিকে সাময়িক বরখাস্ত করা হয়, কারণ তিনি সামাজিক যোগাযোগ মাধ্যমে ড. মুহাম্মদ ইউনূস সম্পর্কে বিতর্কিত মন্তব্য করেছিলেন। উর্মি লালমনিরহাট জেলা প্রশাসনের সহকারী কমিশনার (নির্বাহী ম্যাজিস্ট্রেট) হিসেবে কর্মরত ছিলেন।

জনপ্রশাসন মন্ত্রণালয়ের এক প্রজ্ঞাপনে উর্মির বরখাস্তের তথ্য জানানো হয়, যেখানে বলা হয় যে তাকে রংপুর বিভাগে বদলি করা হয়েছে এবং সেখানে যোগদানের জন্য অবমুক্ত করা হয়েছে।

উর্মির ফেসবুক পোস্টে তিনি ড. ইউনূসকে নিয়ে বিতর্কিত মন্তব্য করেন, যা নিয়ে ব্যাপক সমালোচনা হয়। কিছু সময় পর তিনি পোস্টটি মুছে ফেলেন।

ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

More News Of This Category