ভারতের ছত্রিশগড়ে ঘন জঙ্গলে লুকিয়ে থাকা মাওবাদী কমিউনিস্ট সেন্টারের সদস্যদের সঙ্গে এক ভয়াবহ গুলির লড়াইয়ে ১১ জন মাওবাদী নিহত হয়েছে। ছত্রিশগড়ের সুকুমা এবং বস্তারের জঙ্গলে এই জঙ্গিগোষ্ঠীর সন্ধানে সিআরপিএফের জওয়ানরা চিরুনি অভিযান শুরু করে। তাদের উপস্থিতি টের পেয়ে প্রথমে গুলি ছুড়তে শুরু করে মাওবাদীরা। জওয়ানদের পাল্টা গুলিতে ঘটনাস্থল থেকে ১১ জন মাওবাদীর মৃতদেহ উদ্ধার করা হয়। আহত মাওবাদীরা গভীর জঙ্গলে পালিয়ে যায়।
সিআরপিএফের জওয়ানরা পুরো এলাকায় তল্লাশি চালাচ্ছে। ঘটনাস্থল থেকে প্রচুর গোলাবারুদ, আগ্নেয়াস্ত্র ও বিস্ফোরক উদ্ধার করা হয়েছে। তবে এই গুলির লড়াইয়ে সিআরপিএফের ক্ষয়ক্ষতির পরিমাণ প্রকাশ করা হয়নি।
মাওবাদী জঙ্গিগোষ্ঠী দীর্ঘদিন ধরে ভারতের ছত্রিশগড়ের জঙ্গলে লুকিয়ে থাকে এবং মাঝে মাঝে ভারতীয় সেনাবাহিনীর ওপর হামলা চালায়। অনেক সময় জওয়ানরা আচমকা হামলার শিকার হন এবং কোথাও লুকানো মাইন বিস্ফোরণের ফলে সেনাবাহিনীর কনভয় উড়িয়ে দেয়।
আজকের ঘটনার পর বস্তার জেলার পুলিশ সুপার ঘটনাস্থলে পৌঁছে সিআরপিএফের সঙ্গে মাওবাদীদের খোঁজে অভিযান চালিয়ে যাচ্ছেন।