শুক্রবার, ০৩ অক্টোবর ২০২৫, ০৯:৩৭ পূর্বাহ্ন
শিরোনাম :
পথসভায় লোক ভাড়া করে এনে টাকা না দেয়ার অভিযোগে হট্টগোল ফরিদরপুরের নগরকান্দা উপজেলায় শেষ হলো নৌকা বাইচ প্রতিযোগিতা যারা পিআর নিয়ে কথা তুলছে তারা স্বৈরাচারের দোসর – হেলেন জেরিন খান রাজৈরে ব্যবসায়ীর মরদেহ উদ্ধার বাংলাদেশ পূজা উদযাপন ফ্রন্ট কেন্দ্রীয় কমিটির উদ্যোগে জাতীয় প্রেসক্লাবে সনাতনী মহাসমাবেশ অনুষ্ঠিত। টেকেরহাট শহীদ সরদার সাজাহান গার্লস স্কুল এন্ড কলেজে ” জুলাই গণ অভ্যুত্থান”দিবস উদযাপিত। ভোগ বিলাসে উপদেষ্টারা ব্যস্ত : রংপুরে সাদিক শার্শায় হতদরিদ্রের খাদ্য সহায়তা কর্মসূচির চাল ছিনতাইয়ের অভিযোগে আটক-২ কদমবাড়ী উচ্চ বিদ্যালয় অ্যালামনাই এসোসিয়েশনের শপথবাক্য পাঠ ও পরিচিতি সভা অনুষ্ঠিত হয়েছে। মাদারীপুরে বাবুর্চি সহ ২টি মরদেহ উদ্ধার

পূজায় দীর্ঘ ছুটি পাচ্ছে স্কুল-কলেজ

অনলাইন রিপোর্ট
  • Update Time : সোমবার, ৭ অক্টোবর, ২০২৪
  • ৪৫৬ Time View
পূজা স্কুল-কলেজ বন্ধ থাকছে ১১ দিন । ছবি : সংগৃহীত

দুর্গাপূজা, ফাতেহা ই ইয়াজদাহম, লক্ষ্মী পূজা ও প্রবারণা পূর্ণিমা উপলক্ষে স্কুল-কলেজ ৯ দিন বন্ধ থাকবে। তবে সাপ্তাহিক ছুটি মিলিয়ে এই ছুটি বেড়ে ১১ দিনে পরিণত হবে।

শিক্ষা মন্ত্রণালয়ের বার্ষিক ক্যালেন্ডার অনুযায়ী, শারদীয় দুর্গাপূজার ছুটি শুরু হবে আগামী বুধবার, ৯ অক্টোবর থেকে এবং চলবে বৃহস্পতিবার, ১৭ অক্টোবর পর্যন্ত। এরপর শুক্র ও শনিবার (১৮ ও ১৯ অক্টোবর) সাপ্তাহিক ছুটি থাকায় শিক্ষাপ্রতিষ্ঠানগুলো খুলবে আগামী রোববার, ২০ অক্টোবর। এ সময়ের মধ্যে ১৩ অক্টোবর বিজয়া দশমীর ছুটি, ১৫ অক্টোবর ফাতেহা ই ইয়াজদাহমের ছুটি, এবং ১৬ অক্টোবর লক্ষ্মী পূজা ও প্রবারণা পূর্ণিমার ছুটি অন্তর্ভুক্ত থাকবে।

অন্যদিকে, সরকারি চাকরিজীবীরা টানা তিন দিনের ছুটি উপভোগ করতে পারবেন। দুর্গাপূজার বিজয়া দশমী উপলক্ষে ১৩ অক্টোবর রোববার ছুটি থাকবে। যেহেতু এর আগের দুদিন শুক্র ও শনিবার, তারা টানা ৩ দিন ছুটি কাটাতে পারবেন। বেসরকারি চাকরিজীবীরাও যদি শনিবার ছুটি নিতে পারেন, তাহলে তারাও ৩ দিনের ছুটি পাবেন।

সরকারি সিদ্ধান্ত অনুযায়ী, দেশের সব সরকারি ও আধা-সরকারি অফিস এবং স্বায়ত্তশাসিত ও আধা-স্বায়ত্তশাসিত সংস্থাগুলোতে এই ছুটি পালন করা হবে। তবে যেসব অফিস ও সংস্থার কাজ সরকারি নিয়ম অনুযায়ী অত্যাবশ্যক হিসেবে বিবেচিত, তারা জনস্বার্থে নিজস্ব নিয়মে ছুটি নির্ধারণ করবে।

ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

More News Of This Category
Adsense