মঙ্গলবার, ২১ অক্টোবর ২০২৫, ০৪:৫৫ পূর্বাহ্ন

লালপুরে মেয়র পদে দলীয় মনোনয়নের জন্য উঠান বৈঠক ও গনসংযোগে মাঠে নেমেছে ২ মহিলা

Reporter Name
  • Update Time : শনিবার, ২১ নভেম্বর, ২০২০
  • ২৭২ Time View

 

নাটোর জেলা প্রতিনিধিঃ

আসন্ন পৌরসভা নির্বাচনকে কেন্দ্র করে মেয়র পদে আওয়ামীলীগের দলীয় মনোনয়ন জন্য নাটোরের লালপুরের গোপালপুর পৌরসভা এলাকার বিভিন্ন ওয়ার্ডে উঠান বৈঠক ও গনসংযোগে নেমেছে ২ জন মহিলা মেয়র পদপ্রার্থী। এরা ২ জন মেয়র পদে দলীয় মনোনয়ন প্রত্যাশী। পৌরসভা এলাকায় বিভিন্ন দালানের দেওয়ালে নিজেদের পোষ্টার লাগিয়ে নিজ নিজ প্রচার ও প্রচারনা অব্যাহত রেখেছেন। দলীয় নেতা-কর্মীদের সাথে ও ভোটারদের সাথে প্রতিদিন যোগাযোগ করে যাচ্ছে। বিশেষ করে পৌরসভা এলাকায় বিভিন্ন ওয়ার্ডে ওয়ার্ডে মহিলা ভোটারদের সাথে প্রতিদিন উঠান বৈঠক করেছেন তারা। পৌরসভা এলাকায় বিভিন্ন উন্নয়নমূলক কর্মকাণ্ডের প্রতিশ্রুতি দিয়ে যাচ্ছেন তারা। এই ২ জন হলো গোপালপুর পৌরসভা আওয়ামীলীগের সভাপতি রোকসানা মোর্তজা লিলি। অপরজন লালপুর উপজেলা আওয়ামীলীগের মহিলা বিষয়ক সম্পাদক কাজী আছিয়া জয়নুল বেনু। এরা দুজন আওয়ামীলীগের ত্যাগী নেত্রী বলেই পরিচিত। গত পৌরসভা নির্বাচনে রোকসানা মোর্তজা লিলি আওয়ামীলীগের দলীয় মনোনয়ন পেয়ে নৌকা প্রতীক নিয়ে মেয়র পদে ভোট যুদ্ধে মাঠে নামেন। দলীয় কোন্দলের কারণে সে পরাজিত হন। বিএনপি থেকে মনোনয়ন পেয়ে ধানের শীষ প্রতীক নিয়ে নজরুল ইসলাম মোলাম মেয়র নির্বাচিত হন। এবারে রোকসানা মোর্তজা লিলি অথবা কাজী আছিয়া জয়নুল বেনু আওয়ামীলীগের দলীয় মনোনয়ন পেলে পাল্টে যেতে পারে গতবারের চিত্র। এই বিষয়ে লালপুর উপজেলা আওয়ামীলীগের মহিলা বিষয়ক সম্পাদক কাজী আছিয়া জয়নুল বেনু বলেন, আমি দলীয় মনোনয়নের আশাবাদী। তবে আওয়ামীলীগের দলীয় মনোনয়ন যে পাবেন আমি তাঁর পক্ষে ও নৌকা প্রতীককে বিজয়ী করার লক্ষ্যে নির্বাচনী মাঠে কাজ করবো।

ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

More News Of This Category
Adsense