বুধবার, ০৫ নভেম্বর ২০২৫, ০৫:২৬ পূর্বাহ্ন
শিরোনাম :
“আমন ধান সংগ্রহ অভিযান নির্বিঘ্ন রাখতে কর্মকর্তাদের বদলি স্থগিত” সরকারি প্রাথমিক বিদ্যালয়ে শরীরচর্চা ও সঙ্গীত শিক্ষক নিয়োগ বাতিল রাতে মাঠে মুখোমুখি লিভারপুল ও রিয়াল মাদ্রিদ দেখবেন যেভাবে নির্বাচনে বিএনপির নেতৃত্ব দেবেন কে, আর জিতলে প্রধানমন্ত্রী হবেন কে? মেহেরপুর-২ আসনে দুই পক্ষের মধ্যে সংঘর্ষ “চক্রান্ত ও ষড়যন্ত্র করেও বিএনপির অস্তিত্ব মুছে ফেলা যায়নি” মাজার জিয়ারত দিয়ে আনুষ্ঠানিকভাবে নির্বাচনী প্রচার শুরু করলেন ইলিয়াসপত্নী লুনা মিশরের রাষ্ট্রদূতের সঙ্গে সাক্ষাৎ করলেন মির্জা ফখরুল নতুন অ্যান্ড্রয়েড ফোন কেনার সময় যে ৫টি সাধারণ ভুল মানুষ প্রায়ই করে যুক্তরাষ্ট্র ভেনেজুয়েলার পরিত্যক্ত নৌঘাঁটি পুনরায় সংস্কারের কাজ করছে

স্বামীর সাথে বিদেশে স্থায়ী হচ্ছেন সানাই

বিনোদন ডেস্ক
  • Update Time : মঙ্গলবার, ২৪ সেপ্টেম্বর, ২০২৪
  • ২৫৬ Time View
স্বামীর সঙ্গে বিদেশে স্থায়ী হচ্ছেন সানাই
12

সানাই মাহবুব তাঁর ক্যারিয়ার শুরু করেন ফ্যাশন মডেল হিসেবে এবং পরে উপস্থাপিকা হিসেবেও পরিচিত হন। তিনি চলচ্চিত্রে অভিনয় করেন এবং বেশ কিছু মিউজিক ভিডিওতে কাজ করেছেন। সোশ্যাল মিডিয়ার কারণে বিভিন্ন সময়ে আলোচনায় আসেন তিনি।

সম্প্রতি, ২১ সেপ্টেম্বর রাতে পুরান ঢাকার একটি কাজী অফিসে সানাই বিয়ে করেছেন স্বামী সোহেল এফ খানকে (৪৫), যিনি সুইডেনে প্রবাসী ব্যবসায়ী। এই বিয়েতে দেনমোহর নির্ধারণ করা হয়েছে ১ কোটি ১ লাখ ১ টাকা।

মিডিয়া থেকে দূরে থাকা সানাই বলেন, তিনি স্বামীর সঙ্গে খুব ভালো সময় কাটাচ্ছেন এবং মনের মতো একজন সঙ্গী পেয়েছেন। বর্তমানে তিনি স্বামী, চাকরি ও পরিবার নিয়ে ব্যস্ত রয়েছেন।

বিদেশে স্থায়ী হওয়ার প্রশ্নে সানাই জানান, আপাতত তাঁর পরিকল্পনা নেই। তিনি বলেন, “আমার ভাই নেই, ছোট একটি বোন আছে, এবং কিছু পারিবারিক কাজ রয়েছে। আমার স্বামী ১২ অক্টোবর বিদেশে যাচ্ছেন, এবং আমি সেখানে ঘুরতে যাব। তবে বিদেশে স্থায়ী হতে সময় লাগবে, সম্ভবত ১-২ বছর।”

সানাই জানান, তিনি একটি অনুষ্ঠান আয়োজন করে স্বামীকে সবার সঙ্গে পরিচয় করিয়ে দিতে চান এবং সংসারে সুখী হতে চান। সবার কাছে দোয়া চেয়ে তিনি বলেন, “একটি মেয়ের জীবনে সংসার খুবই গুরুত্বপূর্ণ।”

এর আগে, সানাই ২০২২ সালের ২৭ মে পারিবারিক সিদ্ধান্তে ব্যাংকার আবু সালেহ মুসাকে বিয়ে করেছিলেন, কিন্তু বনিবনা না হওয়ার কারণে এক বছর না পেরুতেই ডিভোর্স দেন।

সানাইয়ের পৈতৃক নিবাস নীলফামারী হলেও তাঁর জন্ম ঢাকার ধানমন্ডিতে। পড়াশোনার কারণে কিছু সময় তিনি রংপুরে কাটান। তাঁর বাবা-মা উচ্চপদস্থ বেসরকারি কর্মকর্তা। বর্তমানে সানাই ঢাকা শহরে স্থায়ীভাবে বসবাস করছেন।

প্রখ্যাত পরিচালক গাজী মাহবুবের “ভালোবাসা ২৪×৭” সিনেমায় সানাইকে কাস্ট করা হয়। পরবর্তীতে তিনি সুপ্ত আগুন, সাহসী যোদ্ধা, ময়নার ইতিকথা, প্রতিশোধ, এবং প্রতীক্ষাসহ প্রায় ৮টি চলচ্চিত্রে অভিনয়ের জন্য চুক্তিবদ্ধ হন।

ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

More News Of This Category