শুক্রবার, ০৩ অক্টোবর ২০২৫, ০১:২৬ অপরাহ্ন
শিরোনাম :
পথসভায় লোক ভাড়া করে এনে টাকা না দেয়ার অভিযোগে হট্টগোল ফরিদরপুরের নগরকান্দা উপজেলায় শেষ হলো নৌকা বাইচ প্রতিযোগিতা যারা পিআর নিয়ে কথা তুলছে তারা স্বৈরাচারের দোসর – হেলেন জেরিন খান রাজৈরে ব্যবসায়ীর মরদেহ উদ্ধার বাংলাদেশ পূজা উদযাপন ফ্রন্ট কেন্দ্রীয় কমিটির উদ্যোগে জাতীয় প্রেসক্লাবে সনাতনী মহাসমাবেশ অনুষ্ঠিত। টেকেরহাট শহীদ সরদার সাজাহান গার্লস স্কুল এন্ড কলেজে ” জুলাই গণ অভ্যুত্থান”দিবস উদযাপিত। ভোগ বিলাসে উপদেষ্টারা ব্যস্ত : রংপুরে সাদিক শার্শায় হতদরিদ্রের খাদ্য সহায়তা কর্মসূচির চাল ছিনতাইয়ের অভিযোগে আটক-২ কদমবাড়ী উচ্চ বিদ্যালয় অ্যালামনাই এসোসিয়েশনের শপথবাক্য পাঠ ও পরিচিতি সভা অনুষ্ঠিত হয়েছে। মাদারীপুরে বাবুর্চি সহ ২টি মরদেহ উদ্ধার

সৌদি আরব হজ ও ওমরাহ পালনের জন্য নতুন কিছু নির্দেশনা জারি করেছে

অনলাইন রিপোর্ট
  • Update Time : রবিবার, ২২ সেপ্টেম্বর, ২০২৪
  • ২১৯ Time View

২০২৫ সালে যারা পবিত্র হজ ও ওমরাহ পালনের পরিকল্পনা করছেন, তাদের জন্য নতুন নির্দেশনা জারি করেছে সৌদি আরব সরকার। খালিজ টাইমসের এক প্রতিবেদনে এ তথ্য প্রকাশিত হয়েছে।

সৌদির স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, ৬৫ বছর বা তার বেশি বয়সী, জটিল রোগে আক্রান্ত (যেমন হৃদরোগ, কিডনি সমস্যা, শ্বাসকষ্ট, ডায়াবেটিস, রোগ প্রতিরোধ ক্ষমতা কম, ক্যানসার), গুরুতর অসুস্থ, গর্ভবতী নারী এবং ১২ বছরের কম বয়সী শিশুদের হজ ও ওমরাহ পালন থেকে বিরত থাকার পরামর্শ দেওয়া হয়েছে।

এর কারণ হিসেবে বলা হয়েছে, হজ পালনের সময় প্রায় ২৫ কিলোমিটার পথ হাঁটতে হয়, যা এসব মানুষের জন্য শারীরিকভাবে কষ্টকর হতে পারে। স্বাস্থ্য ও শারীরিকভাবে সক্ষম ব্যক্তিদেরকেই হজে অংশগ্রহণের পরামর্শ দেওয়া হয়েছে, কারণ আগামী বছর হজ অনুষ্ঠিত হবে গ্রীষ্মের প্রচণ্ড তাপ ও গরমের মধ্যে।

চলতি বছর হজের সময় অতিরিক্ত গরমের কারণে প্রায় ১,৩০০ হজযাত্রীর মৃত্যু হয়েছে। তাদের বেশিরভাগই অতিরিক্ত গরমের মধ্যে হাঁটার কারণে মারা গেছেন। অনুমতি ছাড়া যারা হজ করতে গিয়েছিলেন, তাদের বিশ্রাম নেওয়ার জায়গা এবং পর্যাপ্ত পানি না পাওয়ায় শারীরিক অবস্থার অবনতি ঘটে, যা অনেকের মৃত্যুর কারণ হয়ে দাঁড়ায়।

পরিস্থিতি এতটাই ভয়াবহ ছিল যে, সড়কে মৃতদেহ পড়ে থাকলেও যানবাহন ও মানুষের ভিড়ের কারণে দীর্ঘসময় সেগুলো উদ্ধার করা সম্ভব হয়নি।

ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

More News Of This Category
Adsense