রবিবার, ১৯ অক্টোবর ২০২৫, ০৮:১৭ অপরাহ্ন

তিস্তায় ভেসে এলো অজ্ঞাত নারীর হাত বাঁধা মরদেহ

অনলাইন ডেস্ক
  • Update Time : রবিবার, ২২ সেপ্টেম্বর, ২০২৪
  • ২২৪ Time View

পুলিশ তিস্তা নদী থেকে হাত বাঁধা এক নারীর মরদেহ উদ্ধার করেছে। রবিবার (২২ সেপ্টেম্বর) সকালে লালমনিরহাটের আদিতমারী উপজেলার মহিষখোঁচা ইউনিয়নের কুটিরপাড় বালুর বাঁধ এলাকায় চর থেকে মরদেহটি উদ্ধার করা হয়।

পুলিশ ও স্থানীয়দের তথ্যানুসারে, স্রোতের টানে তিস্তা নদীর বাম তীরে কুটিরপাড় বালুর বাঁধ এলাকায় মরদেহটি আটকে যায়। স্থানীয়রা মরদেহটি দেখতে পেয়ে পুলিশকে খবর দেয়। পরে মরদেহটি লালমনিরহাট সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়। মরদেহটির হাত পিছনে বাঁধা ছিল এবং মুখমণ্ডল ঝলসে গেছে। দীর্ঘ সময় পানিতে থাকার কারণে মরদেহের পরিচয় শনাক্ত করা যায়নি। তবে স্থানীয়দের ধারণা, এটি উজান থেকে ভেসে এসেছে।

আদিতমারী থানার ওসি মাহমুদ উন নবী জানান, “স্থানীয় কেউ মরদেহের পরিচয় শনাক্ত করতে পারছে না। আমরা তার পরিচয় শনাক্তের চেষ্টা করছি।”

ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

More News Of This Category
Adsense