সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া বাসায় ফিরলেও তাঁর স্বাস্থ্য এখনও ভাল নয়। গতকাল (শুক্রবার) তাঁর তাপমাত্রা ছিল। তবে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর জানান, বিদেশে যাওয়ার জন্য তাঁকে এখনও “ফিট টু ফ্লাই” মনে করা হচ্ছে না।
শনিবার (২১ সেপ্টেম্বর) দুপুরে গুলশানে বিএনপির চেয়ারপারসনের কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে এই কথা বলেন মির্জা ফখরুল। তিনি উল্লেখ করেন, বেগম খালেদা জিয়ার স্বাস্থ্যের অবস্থা সন্তোষজনক নয় এবং ডাক্তাররা তাঁকে বিদেশে যাওয়ার জন্য প্রস্তুত মনে করছেন না, যার কারণে বিদেশে যাওয়ার প্রক্রিয়া বিলম্বিত হচ্ছে।
এভারকেয়ার হাসপাতালে ছয়দিন চিকিৎসাধীন থাকার পর বেগম খালেদা জিয়া ১৮ সেপ্টেম্বর গুলশানের বাসায় ফিরেন। যদিও তাঁর মেডিকেল বোর্ড তাঁকে হাসপাতাল থেকে ছাড়পত্র দিয়েছে, চিকিৎসকরা তাঁকে নিবিড় পর্যবেক্ষণে রাখবেন।
অধ্যাপক সাহাবুদ্দিন তালুকদারের নেতৃত্বে একটি বিশেষজ্ঞ মেডিকেল বোর্ড দীর্ঘদিন ধরে খালেদা জিয়ার চিকিৎসা দিয়ে আসছে। ৭৯ বছর বয়সী এই নেত্রী দীর্ঘদিন ধরে লিভার, সিরোসিস, হৃদরোগ, ফুসফুস ও কিডনির জটিলতা, আর্থ্রাইটিস, ডায়াবেটিসসহ বিভিন্ন অসুস্থতায় ভুগছেন।
আরো পড়ুন
দেশ সংকটের মধ্য দিয়ে যাচ্ছে, তাই আমাদের সতর্ক থাকতে হবে: নাহিদ