মঙ্গলবার, ২১ অক্টোবর ২০২৫, ০১:৩৬ পূর্বাহ্ন

নাটোরে বিট পুলিশিং মত বিনিময় সভা

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ১৯ নভেম্বর, ২০২০
  • ৩১২ Time View

নাটোর জেলা প্রতিনিধিঃ জনবান্ধব পুলিশ গড়ে তুলতে নাটোরে বিট পুলিশিং মত বিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। আজ বৃহস্পতিবার বেলা ১১টায় নাটোর পুলিশ লাইন্স ড্রিল হাউজে অনুষ্ঠিত মত বিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পুলিশের রাজশাহী রেঞ্জের ডিআইজি মোঃ আব্দুল বাতেন। সভায় প্রধান অতিথির বক্তব্যে ডিআইজি আব্দুল বাতেন সমবেত পুলিশ কর্মকর্তাদের উদ্দেশ্যে বলেন, জনবান্ধব পুলিশ গড়ে তুলতে জনগনের প্রতি দায়িত্ববোধ নিয়ে কাজ করতে হবে। মানুষের প্রতি মমত্ববোধ থাকতে হবে, তাদেরকে সম্মান দিতে হবে। তবেই নিজে সম্মান পাবেন। নিজের মধ্যে আত্ম উপলব্ধিবোধ তৈরী করতে পারলে মানুষের কল্যাণে কাজ করা সহজ হবে। নাটোরের পুলিশ সুপার লিটন কুমার সাহা সভাপতির বক্তব্যে বলেন, পুলিশের মর্যাদা কাজের মধ্যেই লুকিয়ে আছে। সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন নাটোরের অতিরিক্ত পুলিশ সুপার তারেক জুবায়ের ও সহকারী পুলিশ সুপার মীর আসাদুজ্জামান। জেলার সাতটি থানার কর্মকর্তাবৃন্দকে বিট পুলিশিং কার্যক্রম সম্পর্কে দিক নির্দেশনা প্রদান করেন মত বিনিময় সভার প্রধান অতিথি।

ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

More News Of This Category
Adsense