শনিবার, ১৮ অক্টোবর ২০২৫, ০৯:৪৮ পূর্বাহ্ন

উখিয়া সীমান্তে বিপুল পরিমাণ ইয়াবা ও অস্ত্রের চালান জব্দ!

শাকুর মাহমুদ চৌধুরী(উখিয়া) কক্সবাজার
  • Update Time : বুধবার, ২১ আগস্ট, ২০২৪
  • ২৮৭ Time View

কক্সবাজারের উখিয়া সীমান্তে বিজিবির এক সাহসী অভিযানে উদ্ধার হলো বিপুল পরিমাণ মাদক ও অস্ত্র। বিজিবি কক্সবাজার ব্যাটালিয়নের (৩৪ বিজিবি) পালংখালী বিওপি সদস্যরা বুধবার (২১ আগস্ট) ভোরে উখিয়া সীমান্তের পূর্ব ফারির বিল নামক স্থানে অভিযান চালিয়ে এক লাখ পিস ইয়াবা, দুটি বিদেশি পিস্তল, একটি দেশীয় পাইপগান এবং ২৫ রাউন্ড গুলি জব্দ করেছে।

বিজিবি সূত্র জানায়, ভোররাতের টহলকালে পালংখালী বিওপির সদস্যরা ফারিরবিল এলাকায় সন্দেহজনক কিছু মাদক কারবারিকে লক্ষ্য করে। তারা মিয়ানমার সীমান্ত থেকে পায়ে হেঁটে বাংলাদেশের অভ্যন্তরে প্রবেশ করার সময় বিজিবির টহল দল তাদের চ্যালেঞ্জ করে। কিন্তু বিজিবির উপস্থিতি টের পেয়ে মাদক কারবারিরা তাদের সঙ্গে থাকা ব্যাগ ফেলে দ্রুত মিয়ানমারের দিকে পালিয়ে যায়।

বিজিবির অধিনায়ক লে. কর্নেল আব্দুল্লাহ আল মাশরুকী জানান, বিজিবির টহলদল ব্যাগ তল্লাশি করে এক লাখ পিস ইয়াবা, দুটি বিদেশি পিস্তল, একটি পাইপগান, ১০ রাউন্ড পিস্তলের গুলি এবং ১৫ রাউন্ড পাইপগানের গুলি উদ্ধার করে। সীমান্ত এলাকার নিরাপত্তা বজায় রাখতে বিজিবি নিয়মিত টহল ও অভিযান পরিচালনা করে আসছে। বিজিবি আরও জানিয়েছে, মাদক ও অস্ত্র চোরাচালান বন্ধে তারা সর্বদা সতর্ক রয়েছে এবং ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

মাদক কারবারিদের চিহ্নিত করে গ্রেফতারের প্রচেষ্টা চলছে। তবে উখিয়ার এই সীমান্ত এলাকায় মাদক ও অস্ত্রের এই চালান ধরা পড়ায় সীমান্তবাসীদের মধ্যে উদ্বেগ দেখা দিয়েছে। আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সক্রিয় প্রচেষ্টায় এই ধরনের মাদক চোরাচালান রোধে আশার আলো জাগছে।

উল্লেখ্য, কক্সবাজারের উখিয়া ও টেকনাফ সীমান্ত এলাকা দীর্ঘদিন ধরে মাদক পাচারের মূল হটস্পট হিসেবে পরিচিত। মিয়ানমার থেকে আসা মাদক বাংলাদেশের বিভিন্ন এলাকায় ছড়িয়ে পড়ার আগেই অধিকাংশ সময় বিজিবির সদস্যরা তা আটক করতে সক্ষম হন।

এই অভিযানে উখিয়া সীমান্তে বিজিবির সাহসী পদক্ষেপ সবার প্রশংসা কুড়িয়েছে। স্থানীয় জনগণ আশা করছেন, ভবিষ্যতে এ ধরনের কার্যক্রম আরও জোরদার হবে, যা মাদক ও অস্ত্র চোরাচালান প্রতিরোধে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

More News Of This Category
Adsense