সোমবার, ২০ অক্টোবর ২০২৫, ০১:৪৩ পূর্বাহ্ন

কাশিয়ানীতে বিএনপি’র অবস্থান কর্মসূচি

কে এম সাইফুর রহমান, গোপালগঞ্জ প্রতিনিধি
  • Update Time : শনিবার, ১৭ আগস্ট, ২০২৪
  • ২৬৮ Time View

কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে গোপালগঞ্জের কাশিয়ানী উপজেলা চত্বরে কাশিয়ানী বিএনপি ও অঙ্গসংগঠনের উদ্যোগে বিএনপির অবস্থান কর্মসূচি পালিত হয়েছে। বুধবার (১৫ আগস্ট) বিকালে উপজেলা চত্বরে কাশিয়ানী উপজেলা বিএনপি’র সভাপতি গোলাম মোস্তফার সভাপতিত্বে এ অবস্থান কর্মসূচি পালিত হয়।

অবস্থান কর্মসূচিতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বিএনপি’র ঢাকা বিভাগীয় সহ-সাংগঠনিক সম্পাদক মোঃ সেলিমুজ্জামান সেলিম। এছাড়াও কাশিয়ানী উপজেলা বিএনপি’র সাধারণ সম্পাদক শেখ মোহাম্মদ সেলিম, কাশিয়ানী যুবদলের আহ্বায়ক সুজা উদ্দিন সিকদার, স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক ফোরকান শরীফ, ছাত্রদলের সদস্য সচিব সহ বিএনপি ও সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে প্রধান অতিথি মোঃ সেলিমুজ্জামান সেলিম বলেন, আপনারা সুসংগঠিতভাবে থাকবেন।

দলীয় বিরোধী কোন কর্মকান্ডে কেউ জড়িত হলে দল তার দায়ভার গ্রহণ করবে না। তিনি আরো বলেন , আমাদের ভাইস- চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশে আপনারা সংখ্যালঘুদের পাশে থাকবেন। বর্তমানে বিএনপি’র নাম ভাঙ্গিয়ে গণহত্যাকারীরা আমাদের ওপর দোষ চাপাবে সেদিকে তীক্ষ্ণ নজর রাখবেন। এসময় তিনি আরো বলেন, বৈষম্য বিরোধী আন্দোলন সহ ১৭ বছরে আমাদের ভাইদের খুন করা হয়েছে, গুম করা হয়েছে। তাই খুনি শেখ হাসিনাকে বিচারের আওতায় আনা হবে।

ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

More News Of This Category
Adsense