সোমবার, ২০ অক্টোবর ২০২৫, ০১:৪১ পূর্বাহ্ন

কচুয়ায় হিন্দু বৌদ্ধ খ্রিষ্টান কল্যান ফ্রন্টের প্রেস ব্রিফিং ও সৌজন্য সাক্ষাৎ

কচুয়া (বাগেরহাট) প্রতিনিধি
  • Update Time : বুধবার, ১৪ আগস্ট, ২০২৪
  • ২৪০ Time View

বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিষ্টান কল্যান ফ্রন্ট কচুয়ার আয়োজনে প্রেস ব্রিফিং ও উর্ধতন কর্তৃপক্ষের সাথে সৌজন্য সাক্ষাৎ অনুষ্ঠিত হয়েছে। ১৪ আগষ্ট সকাল ১১ টায় কচুয়া প্রেসক্লাব হল রুমে আয়োজিত প্রেস ব্রিফিং এ বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিষ্টান কল্যান ফ্রন্টের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ চলমান সংখ্যালঘু সম্প্রদায়ের নিরাপত্তা জোরদার সহ আওয়ামীলীগ যেন সংখ্যালঘুদের ব্যবহার করে ফায়দা লুটতে না পারে সে বিষয়ে তাদের বক্তব্য তুলে ধরেন।

একই সাথে আসন্ন শ্রী শ্রী জন্মাষ্টমী উৎসব ও শারদীয় দূর্গা উৎসব যেন ভয়-ভীতি মুক্ত ও শান্তিপূর্ণভাবে পালন করতে পারে সে বিষয়ে পরবর্তী কার্যক্রম সমূহ তুলে ধরা হয়। এছাড়া উল্লেখ করা হয় উপজেলায় ছোটখাটো কিছু বিক্ষিপ্ত ঘটনা ছাড়া বড় ধরনের কোন সংখ্যালঘু নির্যাতন বা হয়রানির ঘটনা ঘটেনি। একটি মহল দেশের বিভিন্ন যায়গায় পরিকল্পিতভাবে সংখ্যালঘু সম্প্রদায়কে পুঁজি করে অপপ্রচার চালিয়ে স্বার্থ হাসিল করার চেষ্টা করছে এ থেকে সকলকে সচেতন থাকার আহ্বান জানানো হয়েছে।

একি দিন বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিষ্টান কল্যান ফ্রন্টের কচুয়া উপজেলার বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ কচুয়া উপজেলা নির্বাহী অফিসার রাখী ব্যানার্জী,কচুয়া থানার অফিসার ইনচার্জ(ওসি) মো: মহসীন হোসেনের সাথে সৌজন্য সাক্ষাৎ করেন। আসন্ন শ্রী শ্রী জন্মাষ্টমী উৎসব ও শ্রী শ্রী শারদীয় দূর্গা উৎসব শান্তিপূর্ণভাবে পালন করার জন্য প্রশাসনের পক্ষ থেকে সকল ধরনের সহযোগিতার আশ্বাস দেন এবং এলাকার শান্তি শৃঙ্খলা বজায় রাখার জন্য ধর্মীয় নেতৃবৃন্দদের সহযোগিতা কামনা করেন। এদিন বাগেরহাট জেলা হিন্দু বৌদ্ধ খ্রিষ্টান কল্যান ফ্রন্টের নেতৃবৃন্দ ও কচুয়া উপজেলার বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

More News Of This Category
Adsense