সোমবার, ২০ অক্টোবর ২০২৫, ০৪:২২ পূর্বাহ্ন

বেনাপোল সীমান্তে শুন্য রেখা থেকে অজ্ঞাত ব্যক্তির লাশ উদ্ধার 

বেনাপোল প্রতিনিধি
  • Update Time : মঙ্গলবার, ১৩ আগস্ট, ২০২৪
  • ২৬৮ Time View

বেনাপোলের পুটখালী সীমান্তে ভারত বাংলাদেশ শুন্য রেখা থেকে অজ্ঞাত এক ব্যক্তির লাশ উদ্ধার করেছে বিজিবি। আজ মঙ্গলবার বিকালে সীমান্তের ইছমতি নদীর পাড় থেকে লাশটি উদ্ধার করে বিজিবি।

পরে বিজিবি পোর্ট থানা পুলিশকে খবর দিলে পুলিশ এসে লাশ নিয়ে যায় ময়না তদন্তের জন্য। তবে নিহত ব্যক্তির নাম পরিচয় পাওয়া যায়নি এখনও। বেনাপোল পোর্ট থানা পুলিশের ওসি সুমন ভক্ত জানান, বিজিবির কাছ থেকে খবর পেয়ে লাশটি উদ্ধার করে ময়না তদন্তের জন্য লাশটি যশোর জেনারেল হাসপাতাল মর্গে প্রেরন করা হয়।

ধারনা করা হচ্ছে ২দিন আগে দুস্কৃতিকারীরা তাকে কুপিয়ে হত্যা করে লাশ নদীর পাড়ে ফেলে রেখে যায়। লাশের গায়ে একাধিক কোপের চিহ্ন রয়েছে। খুলনা-২১ বিজিবি ব্যাটালিয়নের কমান্ডিং অফিসার লে. কর্নেল খুরশিদ আনোয়ার জানান, ২ দিন আগে কে বা কারা তাকে কুপিয়ে হত্যা করে লাশ ইছামতি নদীর তীরে রেখে যায়। তার গায়ে একাধিক কোপের চিহ্ন রয়েছে।

ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

More News Of This Category
Adsense