সোমবার, ২০ অক্টোবর ২০২৫, ১০:৩৫ পূর্বাহ্ন

ফরিদপুরে প্রলোভন দেখিয়ে ৫ বছরের এক শিশুকে ধর্ষণের চেষ্টায়, মামলা

সনত চক্রবর্ত্তী ফরিদপুর
  • Update Time : মঙ্গলবার, ১১ জুন, ২০২৪
  • ৩০৮ Time View

ফরিদপুরের ভাঙ্গা উপজেলায় পাঁচ বছরের এক শিশুকে প্রলোভন দেখিয়ে ধর্ষণের চেষ্টা চালায় বখাটে যুবক রহিম শেখ(৩৫)।

এমন ঘটনাটি ঘটে ভাঙ্গা উপজেলার নুরুল্লাগঞ্জ ইউনিয়নের বাররা গ্রামে।ওই বখাটে যুবক ওই গ্রামের খবির শেখের ছেলে।

এ ঘটনায় সোমবার সকালে শিশুর মা বাদী হয়ে ওই বখাটেকে আসামি করে ভাংগা থানায় ধর্ষণ চেষ্টার একটি মামলা করেছেন।আসামি পলাতক রয়েছেন।

পুলিশ সূত্রে জানা যায়, বখাটে যুবক রহিম তার ছেলের সঙ্গে খেলাধুলা করতে যায় ওই শিশুটি। পরে বখাটে রহিম তার ছেলেকে অন্যত্র সরিয়ে দিয়ে শিশুটিকে প্রলোভন দেখিয়ে বাড়ির পাশে পুকুরপাড়ের গাছ বাগানে নিয়ে যায়।

সেখানে নিয়ে শিশুটিকে উলঙ্গ করে ধর্ষণের চেষ্টা চালায়। শিশুটির চিৎকারে পার্শ্ববর্তী এলাকার এক মহিলা এগিয়ে গিয়ে শিশুটিকে উদ্ধার করে তার মায়ের কাছে পৌঁছে দেন। বিষয়টি এলাকায় জানাজানি হলে রফাদফার চেষ্টা চালায় অসাধু একটি চক্র। খবর পেয়ে ভাংগা থানা পুলিশ ঘটনার সত্যতা মিললে মামলা রুজু করেন।

এ ঘটনায় তদন্তকারী অফিসার পুলিশের উপ-পরিদর্শক(এসআই) আব্দুল হক ঘটনাটি নিশ্চিত করে জানান, শিশুটিকে প্রলোভন দেখিয়ে পুকুরপাড়ে নিয়ে ধর্ষণের চেষ্টা চালিয়েছে ওই বখাটে রহিম। এ বিষয়ে মামলা নেওয়া হয়েছে রহিমের বিরুদ্ধে । আসামি গ্রেফতার করার চেষ্টা চলছে।

ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

More News Of This Category
Adsense