সোমবার, ২০ অক্টোবর ২০২৫, ০৪:১১ অপরাহ্ন

মাদারীপুরে তামাক বিরোধী প্রশিক্ষণ অনুষ্ঠিত

মাদারীপুর প্রতিনিধি
  • Update Time : সোমবার, ১০ জুন, ২০২৪
  • ২৫৬ Time View
মাদারীপুরের কালকিনিতে তামাক বিরোধী প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে। আজ সোমবার কালকিনি উপজেলা প্রশাসনের আয়োজনে ও স্বাস্থ্য বিভাগ স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের সহযোগীতায় উপজেলা পরিষদ হলরুমে ধূমপান ও তামাকজাত দ্রব্য ব্যবহার নিয়ন্ত্রণ কার্যক্রমের আওতায় তামাক বিরোধী দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালার আয়োজন করা হয়।
প্রধান অতিথি হিসেবে কর্মশালায় উপস্থিত ছিলেন কালকিনি উপজেলা নির্বাহী কর্মকর্তা উত্তম কুমার দাস,কালকিনি উপজেলা সহকারী কমিশনার জাকির হোসেন,
অনুষ্ঠানে প্রধান আলোচক ছিলেন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ মুম সাবি ইসলাম ইভা।
এ ছাড়াও প্রশিক্ষণ কর্মশালায় অংশ গ্রহন করেন থানা অফিসার ইনচার্জ সরকার আব্দুল্ল্হ আল মামুন,উপজেলা সমাজ সেবা কর্মকর্তা রাসেদুল ইসলাম। এ ছাড়াও প্রশিক্ষণ কর্মশালায় অংশ নেন সাংবাদিক,সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানের কর্মকর্তা, যুব প্রতিনিধি। প্রশিক্ষণ কর্মশালায় অংশগ্রহনকারীরা ৪টি গ্রুপে ভাগ হয়ে তামাক নিয়ন্ত্রণ আইন বাস্তবায়নে নানান সুপারিশ পেশ করেন।

ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

More News Of This Category
Adsense