সোমবার, ২০ অক্টোবর ২০২৫, ০৪:৩০ অপরাহ্ন

চাঁপাইনবাবগঞ্জে রপ্তানি প্রক্রিয়াকরণ অঞ্চল গড়ে তোলার দাবি

মোঃ আসাদুল্লাহ সনি- চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি
  • Update Time : রবিবার, ১২ মে, ২০২৪
  • ২৮৪ Time View

চাঁপাইনবাবগঞ্জের ব্যবসা বানিজ্যে গতিশীলতা ও কর্মসংস্থান সৃষ্টিতে, কৃষি ভিত্তিক রপ্তানি প্রক্রিয়াকরণ অঞ্চল গড়ে তোলার দাবি জানিয়েছে জেলার ব্যবসায়ীদের শীর্ষ সংগঠন চাঁপাইনবাবগঞ্জ চেম্বার। রবিবার চাঁপাইনবাবগঞ্জ চেম্বার ভবনে, চেম্বারের সহযোগী সদস্যপদ নবায়ন সংক্রান্ত বিষয়সহ,জেলার ব্যবসা-বানিজ্যের উন্নয়নে চেম্বারের চলমান উদ্যোগ সম্পর্কে জানাতে সংবাদ সম্মেলনে চেম্বার সভাপতি আব্দুল ওয়াহেদ এ দাবি তুলে ধরেন।

চেম্বারের সভাপতি আব্দুল ওয়াহেদ বলেন, চাঁপাইনবাবগঞ্জের আমনুরা এলাকায় কৃষি ভিত্তিক রপ্তানি প্রক্রিয়াকরণ অঞ্চল বা ইপিজেড গড়ে তোলার বিষয়ে আমরা জোর তদবির চালিয়ে যাচ্ছি, এখানে রেলের সুযোগ রয়েছে এর ফলশ্রুতিতে আমরা ভারতসহ অনান্য দেশ থেকে সহজেই কাচামাল আমদানী করতে ও উৎপাদিত পন্য রপ্তানি করতে পারব।

এ অর্থনৈতিক অঞ্চল গড়ে উঠলে চাঁপাইনবাবগঞ্জ সহ আশাপাশের কয়েক জেলার বেকার তরুনদের কর্মসংস্থানের সৃষ্টি হবে। এ এসময় চেম্বার সভাপতি আব্দুল ওয়াহেদ বলেন, আমরা লক্ষ্য করছি চেম্বারের সহযোগী কিছু সদস্যকে বাদ দেওয়ায় যে অভিযোগ তোলা হয়েছে, তা সত্য নয়, আমরা সেই সহযোগী সদস্যদের সাধারণ সদস্য পদে উন্নয়নের কথা বলেছি।

তাদের বাদ দেওয়া হয়নি। আমরা সংগঠনের গঠনতন্ত্র অনুযায়ী সবাইকে নিয়েই জেলার ব্যবসা বানিজ্যের উন্নয়নে কাজ করে যাচ্ছি। সংবাদ সম্মেলনে, চেম্বারের সিনিয়র সহ-সভাপতি মসিউল করিম বাবু, পরিচালক মফিজ উদ্দিন, আব্দুল আওয়ালসহ অনান্যরা উপস্থিত ছিলেন।

ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

More News Of This Category
Adsense