বুধবার, ০৫ নভেম্বর ২০২৫, ০৫:১৩ পূর্বাহ্ন
শিরোনাম :
“আমন ধান সংগ্রহ অভিযান নির্বিঘ্ন রাখতে কর্মকর্তাদের বদলি স্থগিত” সরকারি প্রাথমিক বিদ্যালয়ে শরীরচর্চা ও সঙ্গীত শিক্ষক নিয়োগ বাতিল রাতে মাঠে মুখোমুখি লিভারপুল ও রিয়াল মাদ্রিদ দেখবেন যেভাবে নির্বাচনে বিএনপির নেতৃত্ব দেবেন কে, আর জিতলে প্রধানমন্ত্রী হবেন কে? মেহেরপুর-২ আসনে দুই পক্ষের মধ্যে সংঘর্ষ “চক্রান্ত ও ষড়যন্ত্র করেও বিএনপির অস্তিত্ব মুছে ফেলা যায়নি” মাজার জিয়ারত দিয়ে আনুষ্ঠানিকভাবে নির্বাচনী প্রচার শুরু করলেন ইলিয়াসপত্নী লুনা মিশরের রাষ্ট্রদূতের সঙ্গে সাক্ষাৎ করলেন মির্জা ফখরুল নতুন অ্যান্ড্রয়েড ফোন কেনার সময় যে ৫টি সাধারণ ভুল মানুষ প্রায়ই করে যুক্তরাষ্ট্র ভেনেজুয়েলার পরিত্যক্ত নৌঘাঁটি পুনরায় সংস্কারের কাজ করছে

জানা গেলো অভিষেক-কারিশমার বিয়ে ভাঙার গোপন কারণ

বিনোদন ডেস্ক, আলোতিক জনপদ
  • Update Time : বৃহস্পতিবার, ২ মে, ২০২৪
  • ৩২৫ Time View
6

অমিতাভ বচ্চন ও জয়া বচ্চন ঘোষণা দিয়েছিলেন তাদের হবু বউয়ের নাম। এতে বচ্চন এবং কাপুর পরিবারের আত্মিয়তার সম্পর্ক প্রায় জমে উঠেছিল। বিয়ে প্রায় পাকাপাকি হয়েছিল অভিষেক ও কারিশমার। এমনকি বাগদানও হয়ে যায় এই জুটির। তবে বনিবনা না হওয়ায় তা ভেঙে যায়।

২০০২ সালে অভিষেক-কারিশমার বিয়ের খবর ছিল বলিপাড়ার ঝলমলে খবর। সবাইকে চমকে দিয়ে বচ্চন পরিবার ঘোষণা করেছিলেন ছেলের বাগদানের সেই তথ্য। কারিশমা কাপুরের মা জানিয়েছিলেন, কম প্রতিষ্ঠিত অভিষেকের সঙ্গে মেয়ের বিয়ে দিতে চান না। তাই ভেঙে যায় বিয়ে। কিন্তু এই তথ্যটি পুরোপুরি সঠিক নয়।

ভারতীয় সংবাদ মাধ্যম থেকে জানা যায়, কারিশমা চেয়েছিলেন অমিতাভের বাড়ি জলসাতে না থাকতে। অভিষেককে নিয়ে আলাদা থাকতে চেয়েছিলেন তিনি। কিন্তু বাবা অন্তপ্রাণ অভিষেক নিজের বাবার সঙ্গে এমনটা করতে পারেননি। একসঙ্গে থাকাতেই বিশ্বাসী ছিলেন অমিতাভ। তাই আলাদা হতে পারবেন না বলে কারিশমাকেই জীবন থেকে দূরে সরান অভিষেক।

শোনা যায়, কারিশমা দাবি করেন, বচ্চন পরিবারের অর্ধেক সম্পত্তি লিখে দিতে হবে তার হবু স্বামীকে। এই কথাও মানেনি অমিতাভের পরিবার। কারিশমা কাপুরের আর বচ্চন পরিবারের বউ হওয়া হয়নি। পরবর্তীতে ব্যবসায়ীকে বিয়ে করেন তিনি। কিন্তু সেই বিয়েও সুখের হয়নি। কারিশমার স্বামী হানমিুনেই নববধূকে টাকা দিয়ে বন্ধুর কাছে বিক্রি করতে চেয়েছিলেন। এই তথ্য অবশ্য অনেক পরে জানাজানি হয়। বর্তমানে ঐশ্বরিয়াকে নিয়ে অভিষেক মন্দের ভালো সময় পার করছেন। তাদের বিচ্ছেদের গুঞ্জন শোনা গেলেও সেসবের কোনো সত্যতা পাওয়া যায়নি।

ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

More News Of This Category