সোমবার, ২০ অক্টোবর ২০২৫, ১০:৩২ অপরাহ্ন

ঝিনাইদহের মহেশপুর সড়কে নিহত দুই

Reporter Name
  • Update Time : শুক্রবার, ১৩ নভেম্বর, ২০২০
  • ৩১৫ Time View

নিজস্ব প্রতিবেদকঃ ঝিনাইদহের মহেশপুর উপজেলার সেজিয়া ও খালিশপুর নামক স্থানে শুক্রবার সকালে পৃথক সড়ক দুর্ঘটনায় সবুজ মিয়া (৩০) নামে এক গরু ব্যবসায়ী ও মামুনুর রশিদ (২৭) নামে এক পথচারি নিহত হয়েছেন। সবুজ মিয়া ঝিনাইদহ সদর উপজেলার হলিধানী ইউনিয়নের প্রতাপপুর গ্রামের আবুল হোসেন ও মামুনুর রশিদ জীবননগর শহরের আব্দুল হামিদের ছেলে। ঝিনাইদহের অতিরিক্ত পুলিশ সুপার আনোয়ার সাঈদ খবরের সত্যতা নিশ্চিত করে জানান, সকালে মহেশপুরের সেজিয়া নামক স্থানে একটি গরু বোঝাই পিকআপ উল্টে খাদে পড়ে গেলে গরু ব্যবসায়ী সবুজ মিয়া ঘটনাস্থলেই নিহত হন। দুর্ঘটনায় দুইটি গরুর মৃত্যু হয়। অন্যদিকে মামুনুর রশিদ খালিশপুর বাসষ্ট্যান্ডে একটি বাস পরিবর্তন করে অন্য একটি বাসে উঠতে গেলে বাস চাপায় আহত হন। তাকে উদ্ধার করে মহেশপুর উপজেলা স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে গেলে ডাক্তাররা মৃত ঘোষনা করেন।

ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

More News Of This Category
Adsense