বুধবার, ০৫ নভেম্বর ২০২৫, ০৩:৫৭ পূর্বাহ্ন
শিরোনাম :
“আমন ধান সংগ্রহ অভিযান নির্বিঘ্ন রাখতে কর্মকর্তাদের বদলি স্থগিত” সরকারি প্রাথমিক বিদ্যালয়ে শরীরচর্চা ও সঙ্গীত শিক্ষক নিয়োগ বাতিল রাতে মাঠে মুখোমুখি লিভারপুল ও রিয়াল মাদ্রিদ দেখবেন যেভাবে নির্বাচনে বিএনপির নেতৃত্ব দেবেন কে, আর জিতলে প্রধানমন্ত্রী হবেন কে? মেহেরপুর-২ আসনে দুই পক্ষের মধ্যে সংঘর্ষ “চক্রান্ত ও ষড়যন্ত্র করেও বিএনপির অস্তিত্ব মুছে ফেলা যায়নি” মাজার জিয়ারত দিয়ে আনুষ্ঠানিকভাবে নির্বাচনী প্রচার শুরু করলেন ইলিয়াসপত্নী লুনা মিশরের রাষ্ট্রদূতের সঙ্গে সাক্ষাৎ করলেন মির্জা ফখরুল নতুন অ্যান্ড্রয়েড ফোন কেনার সময় যে ৫টি সাধারণ ভুল মানুষ প্রায়ই করে যুক্তরাষ্ট্র ভেনেজুয়েলার পরিত্যক্ত নৌঘাঁটি পুনরায় সংস্কারের কাজ করছে

নাটোর সিংড়ায় আশ্রয়ণ প্রকল্পের ২০ টি ঘর ভস্মীভূত

মোঃ বেলায়েত হোসেন, ( সিংড়া ) নাটোর প্রতিনিধি
  • Update Time : বৃহস্পতিবার, ২১ মার্চ, ২০২৪
  • ৪৩৮ Time View
6

নাটোরের সিংড়ায় আশ্রয়ণ প্রকল্পে আগুন লেগে ১০টি পরিবারের মোট ২০ টি ঘর ও দুইটি গরু পুড়ে ভস্মীভূত হয়েছে। এ সময় ঘরে থাকা নগদ টাকা টাকাসহ প্রায় ১৮ হতে ২০ লাখ টাকার ক্ষয়-ক্ষতি হয়েছে।

বৃহস্পতিবার (২১ মার্চ) দুপুর ১২টার দিকে সিংড়া উপজেলার চামারী ইউনিয়নের আর্দশ গ্রামের আশ্রয়ণ প্রকল্পে এ আগুনের ঘটনা ঘটে। সিংড়া ফায়ার সার্ভিস লিডার নিশ্চিত করেছেন। খবর পেয়ে নাটোর ও সিংড়া ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে গিয়ে ঘন্টাব্যাপী চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে নিয়ে আসে।

ফায়ার সার্ভিস লিডার মোঃ কামরুজ্জামান জানান, দুপুরে সিংড়া চামারী ইউনিয়নের আর্দশ গ্রামের আশ্রায়ণ প্রকল্পের ঘরে বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়। এতে মুহূর্তেই ১০টি বসতঘরে আগুন ছড়িয়ে পড়ে। পরে খবর পেয়ে নাটোর ও সিংড়া ফায়ার সার্ভিসের দু’টি ইউনিট ঘটনাস্থলে গিয়ে এক ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে।

এ সময় আগুনে ১০টি বাড়ি মোট ২০ টি ঘর ভস্মীভূত হয় এবং গোয়াল ঘরে থাকা দু’টি গরু পুড়ে মারা যায়। সেই সাথে ঘরের ভিতরে থাকা সমস্ত আসবাবপত্র, নগদ টাকাসহ প্রায় ১৮ লাখ হতে ২০ লাখ টাকার ক্ষয়-ক্ষতি হয়েছে। এছাড়া আশপাশের আরও সাতটি বাড়ির আংশিক ক্ষতি হয়েছে।

উপজেলার ৫নং চামারী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ হাবিবুর রহমান স্বপন মোল্লা বলেন, দুপুরে আশ্রয়ণ প্রকল্পের ঘরে আগুন লাগার ঘটনা ঘটে।

এতে মুহূর্তেই আশপাশের ১০টি ঘরে আগুন ছড়িয়ে পড়লে সবকিছু পুড়ে ছাই হয়ে যায়। বর্তমানে পরিবারগুলো একেবারে সর্বস্বান্ত হয়ে পড়েছে। খবর পেয়ে দ্রুত ঘটনাস্থল পরিদর্শন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা, সিংড়ার মেয়রসহ প্রশাসনের কর্মকর্তারা।

ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

More News Of This Category