মঙ্গলবার, ২১ অক্টোবর ২০২৫, ০৩:৫৪ পূর্বাহ্ন

নিরাপদ সড়কের দাবিতে ফরিদপুরে মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ

ফরিদপুর প্রতিনিধি
  • Update Time : সোমবার, ৪ মার্চ, ২০২৪
  • ২৬৭ Time View

নিরাপদ সড়কের দাবিতে ফরিদপুরে মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। ফরিদপুরবাসীর ব্যানারে উক্ত কর্মসূচির আয়োজন করা হয়।

গত ০২ মার্চ তারিখে নিহত পাঠাও কর্মী মোমিনুল ইসলাম আলভির হত্যাকারী ট্রাক ড্রাইভারের শাস্তির দাবি ও নিরাপদ সড়কের দাবিতে পাঠাও ফরিদপুরের ম্যানেজার ফাহিম হোসেন চৌধুরীর সভাপতিত্বে ‌ আজ সোমবার বেলা ১১টা ৩০ মিনিটে ‌ফরিদপুর প্রেসক্লাবের সামনে এ বিক্ষোভ সমাবেশ ও মানববন্ধন অনুষ্ঠিত হয়।

এ সময় বক্তব্য রাখেন নিহতের শ্যালক শফিকুল ইসলাম,সহকর্মী সাবিহা আলম শবনম,নূরে আলম বাপ্পী,রমজান আলী, দ্বীন মুহম্মদ, তুহীন আলম রানা, সুমন শেখ।

বক্তারা নিহত মোমিনুল ইসলাম আলভিকে চাপা দেয়া ড্রাকড্রাইভারকে খুঁজে বের করে শাস্তির আওতায় আনার দাবি জানান। তারা দিনের বেলা শহরের ভিতর দিয়ে বালু বোঝাই ভারি যানবাহন চলাচল বন্ধ করার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে আহ্বান জানান। এছাড়াও তারা নিরাপদ সড়ক নিশ্চিত করতে যথাযথ কর্তৃপক্ষকে ব্যবস্থা গ্রহণের আহ্বান জানান।

ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

More News Of This Category
Adsense