সোমবার, ২০ অক্টোবর ২০২৫, ০৭:৩০ অপরাহ্ন

আন্তর্জাতিক মানবাধিকার কমিশনের উদ্যোগে চাঁপাইনবাবগঞ্জ জেলার সবকটি উপজেলায় করোনা সচেতনতায় টি-শার্ট ও মাস্ক বিতরণ

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ১০ নভেম্বর, ২০২০
  • ৩০৭ Time View

নিজস্ব প্রতিবেদকঃ আন্তর্জাতিক মানবাধিকার কমিশনের উদ্যোগে চাঁপাইনবাবগঞ্জের নাচোল, গোমস্তাপুর, ভোলাহাট, চাঁপাইনবাবগঞ্জ সদর ও শিবগঞ্জ উপজেলায় টি-শার্ট ও মাস্ক বিতরণ করা হয়েছে। গত সোমবার সকাল ৯টায় চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলা দিয়ে শুরু হয়ে রাত ৯টায় গোমস্তাপুর উপজেলায় এসে এ বিতরণ শেষ হয়। এসময় বিভিন্ন শ্রেণী-পেশার দুঃস্থ,অসহায় হরিজন সম্প্রদায়, জেলে, কামার, কুমার, নাপিতসহ বন্যাপিড়িত ব্যক্তিদের মাঝে এসব সামগ্রী বিতরণ করা হয়। এসময় উপস্থিত ছিলেন শিবগঞ্জের উপজেলা নির্বাহী অফিসার সাকিব আল রাব্বি, ভোলাহাট উপজেলা নির্বাহী অফিসার মশিউর রহমান,ভোলাহাট উপজেলা ভাইস চেয়ারম্যান গরীবুল্লাহ দবির, বরেন্দ্র বহুমুখী উন্নয়ন কর্তৃপক্ষের উপ-সহকারী প্রকৌশলী মঈন আলি, ৭১(একাত্তর) টেলিভিশনের জেলা প্রতিনিধি একেএস রোকন, এসএ টিভির জেলা প্রতিনিধি আহসান হাবিব, একুশে টিভির জেলা প্রতিনিধি আমিনুল ইসলাম। এছাড়া আরও উপস্থিত ছিলেন, ভোলাহাট ছাত্রলীগের সাধারণ সম্পাদক রিফাত আহম্মেদ, ধ্রুবতারা ইয়ুথ ডেভেলপমেন্ট ফাউন্ডেশনের ভোলাহাট সভাপতি আমানুল্লাহ সাকির, সাধারণ সম্পাদক মাসুদ রানা, এনমাসের সাধারণ সম্পাদক সাগর আলী, সদস্য তোহিদ, ইমনসহ অন্যন্যরা। আন্তর্জাতিক মানবাধিকার কমিশনের রাজশাহী বিভাগীয় সমন্বয়কারী শাকিল রেজার তত্বাবধানে এ কার্যক্রম পরিচালিত হয়। উল্লেখ্য যে, আন্তর্জাতিক মানবাধিকার কমিশনের সেক্রেটারি জেনারেল স্যার রাফায়েল এম ওয়াসিকের সার্বিক ব্যবস্থাপনায় ও আন্তর্জাতিক মানবাধিকার কমিশনের বাংলাদেশের পিস অ্যাম্বাসেডর মোহাম্মদ ইলিয়াস সিরাজির দিক নির্দেশনায় এ কার্যক্রম গোটা দেশ জুড়ে অনুষ্ঠিত হচ্ছে।

ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

More News Of This Category
Adsense