মাদারীপুরের কালকিনি উপজেলার পূর্ব এনায়েতনগর ইউনিয়নের মহরউদ্দির চর গ্রামে প্রবাসী প্রেমিক আসাদুল্লাহ হাওলাদারের বাড়িতে বিয়ের দাবিতে অনশন করছেন দুই সন্তানের জননী।
শনিবার (২৩ ফেব্রুয়ারী) রাত থেকেই পরকিয়া প্রেমিকের বাড়িতে হাতে বিষের বোতল নিয়ে অনশন করছেন তিনি। অভিযুক্ত প্রেমিক একই গ্রামের শরীফ হোসেন হাওলাদারের ছেলে আসাদুল্লাহ হাওলাদার গ্রীস প্রবাসী এবং দুই সন্তানের পিতা। এ ঘটনার পর থেকেই অভিযুক্ত ব্যাক্তি গাঢাকা দিয়েছে। অনশনরত ওই নারী জানান, প্রবাসে থাকাকালীন সময়ে তার সঙ্গে দুই বছর ধরে প্রেমের সম্পর্ক চলে আসছে।
১মাস আগে দেশে ছুটিতে আসার পর বিয়ের প্রলোভনে একাধিকবার বিভিন্ন স্থানে ঘুরতে নিয়ে গিয়ে রাত কাটিয়েছে। এখন সে বিয়ের কথা বললে টালবাহানা করে। তাই কোনো উপায় না পেয়ে বিয়ের দাবিতে অনশন করছি। তিনি আরও বলেন, আসাদুল্লাহ’র জন্য আমার ঘর-সংসার সব শেষ হয়ে গেছে। এখন তিনি আমাকে বিয়ে না করলে আমার আত্মহত্যা ছাড়া উপায় নেই।
এ বিষয়ে স্থানীয় মুরব্বি আবুল কাসেম তালুকদার জানান, এ বিষয়ে আমরা স্থানীয়রা বসে একটি মিমাংসা করার চেষ্টা করছি। কিন্তু ছেলে বিয়ে করতে রাজি নন। এদিকে আজ শনিবার সন্ধ্যায় ৯৯৯ কল পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করে কালকিনি থানা পুলিশ।
Leave a Reply