বুধবার, ০৫ নভেম্বর ২০২৫, ১১:৩৬ অপরাহ্ন
শিরোনাম :
“আমন ধান সংগ্রহ অভিযান নির্বিঘ্ন রাখতে কর্মকর্তাদের বদলি স্থগিত” সরকারি প্রাথমিক বিদ্যালয়ে শরীরচর্চা ও সঙ্গীত শিক্ষক নিয়োগ বাতিল রাতে মাঠে মুখোমুখি লিভারপুল ও রিয়াল মাদ্রিদ দেখবেন যেভাবে নির্বাচনে বিএনপির নেতৃত্ব দেবেন কে, আর জিতলে প্রধানমন্ত্রী হবেন কে? মেহেরপুর-২ আসনে দুই পক্ষের মধ্যে সংঘর্ষ “চক্রান্ত ও ষড়যন্ত্র করেও বিএনপির অস্তিত্ব মুছে ফেলা যায়নি” মাজার জিয়ারত দিয়ে আনুষ্ঠানিকভাবে নির্বাচনী প্রচার শুরু করলেন ইলিয়াসপত্নী লুনা মিশরের রাষ্ট্রদূতের সঙ্গে সাক্ষাৎ করলেন মির্জা ফখরুল নতুন অ্যান্ড্রয়েড ফোন কেনার সময় যে ৫টি সাধারণ ভুল মানুষ প্রায়ই করে যুক্তরাষ্ট্র ভেনেজুয়েলার পরিত্যক্ত নৌঘাঁটি পুনরায় সংস্কারের কাজ করছে

শহীদ পরিবারের বিধবা নারীর ২৮ বছরের বসবাসরত ভিটা থেকে জাল দলিল দেখিয়ে উচ্ছেদের হুমকি

খন্দকার ছদরুজ্জামান, নড়াইল
  • Update Time : মঙ্গলবার, ২০ ফেব্রুয়ারী, ২০২৪
  • ২৮৫ Time View
8

নড়াইলের লোহাগড়া উপজেলার দিঘলিয়া ইউনিয়নের নোয়াগ্রামের মৃত্যু বাচ্চু শেখের স্ত্রী রুপিয়া বেগমের ২৮ বছর পূর্বে স্বামীর কেনা রেজিস্ট্রি দলিল মূলে সম্পত্তির উপর সন্তানাদি নিয়ে বসবাস করে আসছেন।

উক্ত সম্পত্তি: ১১৪ নং নোয়াগ্ৰাম মৌজার দাগ নং ২৬১ ও খতিয়ান নং ২৫৬ এর মধ্যে বাস্তব ভিটা ২০ শতাংশ ও ধানী জমি ২১ শতাংশ মোট জমি ৪১ শতাংশ। মৃত্যু বাচ্চু শেখের আপন বড় ভাই শাহাবুদ্দিন শেখ বাংলাদেশ সেনাবাহিনী, কুমিল্লা ময়নামতি সেনানিবাস থেকে ১৯৭১ সালে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ডাকে সাড়া দিয়ে যুদ্ধে অংশগ্রহণ করেন এবং ওই যুদ্ধে তিনি শহীদ হন।

অথচ: শহীদ বীর মুক্তিযোদ্ধা শাহাবুদ্দিন শেখের আপন ছোট ভাই বাচ্চু শেখ মৃত্যুর বরনের আগে তার স্ত্রী সন্তানের জন্য রেখে গেছেন একটি বসত ভিটা ও কিছু ধানী জমি। প্রায় ২৮ বছর ধরে দলিল মূলে ওই সম্পত্তি বাচ্চু শেখের স্ত্রী ও সন্তানেরা ভোগ দখল করে আসছেন। মৃত্যু বাচ্চু শেখের স্ত্রী সন্তানদের পৈতৃক সম্পত্তির মধ্যে ১৫ শতাংশ জমি জোর দখল করে ভোগদখল করে আসছে মৃত্যু দৌলত শেখের ছেলে নুর ইসলাম শেখ ও রকিবুল শেখ।

দীর্ঘ ২৮ বছর পরে এসে একটি কুচক্রমহল মৃত্যু লাহু শেখের নামে একটি জাল দলিল করে এনে দেয়, এবং ওই দলিল নিয়ে লাহু শেখের মেয়ে শাহীনুর বেগম এসে বিভিন্ন ভাবে হেনস্থা করছেন বাচ্চু শেখের স্ত্রী ও সন্তানদের।

জানা যায় ওই সব অনৈতিক কাজের নেপথ্যে রয়েছেন সাবেক মেম্বার সিদ্দিক ও মোস্তফা কামাল সহ কিছু ভূমি দস্যুরা। অসহায় শহীদ পরিবারের সদস্যরা, লোহাগড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা ও এসিল্যান্ড মহদয়ের কাছে সবিনয় অনুরোধ করেন, যাহাতে তারা তাদের ক্রয়কৃত ও পৈত্রিক সম্পত্তি পূর্বের ন্যায় ভোগ দখল করতে কারো কাছে হেনস্ত হতে না হয়, সে ব্যবস্থা করতে সদয় দৃষ্টি দেন।

ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

More News Of This Category