মঙ্গলবার, ২১ অক্টোবর ২০২৫, ০৫:২৮ অপরাহ্ন

বাংলাদেশ শিল্পকলা একাডেমির সুবর্ণ জয়ন্তীতে পুলিশ সুপার নড়াইল

খন্দকার ছদরুজ্জামান, নড়াইল
  • Update Time : সোমবার, ১৯ ফেব্রুয়ারী, ২০২৪
  • ৩০৬ Time View

আজ ১৯ ফেব্রুয়ারি ২০২৪ (সোমবার) বিকাল ০৪ঃ০০ ঘটিকায় নড়াইল জেলা শিল্পকলা একাডেমির অডিটোরিয়ামে শিল্পকলা একাডেমির ৫০ তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন উপলক্ষ্যে নড়াইল জেলা শিল্পকলা একাডেমির আয়োজনে র‍্যালি, কেক কাটা, আলোচনা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। এ অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে যোগদান করেন নড়াইল জেলার সুযোগ্য পুলিশ সুপার মোহাঃ মেহেদী হাসান। অনুষ্ঠানের শুরুতে জেলা প্রশাসক ও পুলিশ সুপার বেলুন উড়িয়ে সুবর্ণ জয়ন্তী অনুষ্ঠানের উদ্বোধন করেন।

পুলিশ সুপার মহোদয় তার বক্তব্যে বলেন “শিল্প-সংস্কৃতি ও কৃষ্টি-কালচার এর মধ্যে থাকলে তরুণ ও যুব সমাজ মাদকসহ সকল ধরনের ক্রাইম হতে দূরে থাকে”। তিনি আরো বলেন শিল্প-সংস্কৃতির সাথে থাকলে মৌলবাদ, অপসংস্কৃতি থেকে দূরে থাকা যায়। পরিশেষে অতিথিবৃন্দ বাংলাদেশ শিল্পকলা একাডেমির ৫০ তম প্রতিষ্ঠা বার্ষিকী (সুবর্ণ জয়ন্তী) উদযাপন উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালিতে অংশগ্রহণ করেন।

এ সময় মোহাম্মদ আশফাকুল হক চৌধুরী, জেলা প্রশাসক ও সভাপতি, জেলা শিল্পকলা একাডেমি, নড়াইল; মোঃ হামিদুর রহমান, জেলা কালচারাল অফিসার, জেলা শিল্পকলা একাডেমি, নড়াইল; বীর মুক্তিযোদ্ধাগণ সহ জেলার ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।

ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

More News Of This Category
Adsense