বৃহস্পতিবার, ০৬ নভেম্বর ২০২৫, ০১:১৯ পূর্বাহ্ন
শিরোনাম :
“আমন ধান সংগ্রহ অভিযান নির্বিঘ্ন রাখতে কর্মকর্তাদের বদলি স্থগিত” সরকারি প্রাথমিক বিদ্যালয়ে শরীরচর্চা ও সঙ্গীত শিক্ষক নিয়োগ বাতিল রাতে মাঠে মুখোমুখি লিভারপুল ও রিয়াল মাদ্রিদ দেখবেন যেভাবে নির্বাচনে বিএনপির নেতৃত্ব দেবেন কে, আর জিতলে প্রধানমন্ত্রী হবেন কে? মেহেরপুর-২ আসনে দুই পক্ষের মধ্যে সংঘর্ষ “চক্রান্ত ও ষড়যন্ত্র করেও বিএনপির অস্তিত্ব মুছে ফেলা যায়নি” মাজার জিয়ারত দিয়ে আনুষ্ঠানিকভাবে নির্বাচনী প্রচার শুরু করলেন ইলিয়াসপত্নী লুনা মিশরের রাষ্ট্রদূতের সঙ্গে সাক্ষাৎ করলেন মির্জা ফখরুল নতুন অ্যান্ড্রয়েড ফোন কেনার সময় যে ৫টি সাধারণ ভুল মানুষ প্রায়ই করে যুক্তরাষ্ট্র ভেনেজুয়েলার পরিত্যক্ত নৌঘাঁটি পুনরায় সংস্কারের কাজ করছে

অবৈধভাবে বালু উত্তোলনের ঘটনায় আটক ৮, ড্রেজার ও বাল্কহেড জব্দ

মাদারীপুর প্রতিনিধি
  • Update Time : মঙ্গলবার, ১৩ ফেব্রুয়ারী, ২০২৪
  • ২৭৪ Time View
10

মাদারীপুর জেলার শিবচরের পদ্মানদীতে অবৈধভাবে বালু উত্তোলনের সময় ৮জনকে আটক করেছে নৌ-পুলিশ। এসময় একটি ড্রেজার এবং বালুবাহী বাল্কহেড জব্দ করেছে পুলিশ।

১২ ফেব্রুয়ারী ( সোমবার) রাতে নৌ-পুলিশ পদ্মানদীতে অভিযান চালিয়ে তাদের আটক করে। এ বিষয়ে শিবচর থানায় মামলা দায়ের করেছে নৌপুলিশ। বিকেলে আটককৃতদের থানায় হস্তান্তর করা হয়েছে।

শিবচরের চরজানাজাত নৌ-পুলিশ সূত্রে জানা গেছে, সোমবার গোপন সংবাদের ভিত্তিতে শিবচরে চরজানাজাত নৌপুলিশ এবং মাওয়া ও মাঝিরঘাট নৌপুলিশ যৌথ অভিযান চালায় পদ্মা নদীতে। এসময় পদ্মানদীর শিবচর উপজেলার চরচান্দ্রা এলাকার হাজরা চ্যানেলমুখে অবৈধভাবে একটি চক্রকে বালু উত্তোলন করতে দেখে পুলিশ। পরে ড্রেজার ও বালুবাহী বাল্কহেড থেকে বালু উত্তোলনের সাথে জড়িত ৮জনকে আটক করে। আটককৃতরা হলো,‘মুন্সীগঞ্জের সিরাজদিখান এলাকার মো.সেলিম কাজী(৪২), শরিয়তপুরের পদ্মাসেতুর দক্ষিণ থানা এলাকার মো. রেজাউল ইসলাম রাজা(৩২), ভোলার মো. জামাল হোসেন(২৭), বরিশালের মেহেন্দিগঞ্জ উপজেলার মো. কাজল(৫০), বানারীপাড়া উপজেলার মো. নাঈম(২৮), বাকেরগঞ্জের ফয়সাল হোসেন(৩০),সোহান হাওলাদার(২২) এবং মুন্সীগঞ্জের শ্রীনগর উপজেলার মো. রহিম মুন্সী(৫৫)। এসময় এমভি স্বপ্নের বাংলা লোড ড্রেজার এবং এমবি মিনহাজ-২ নামের একটি ড্রেজার ও একটি অর্ধেক বালুভর্তি বাল্কহেড জব্দ করে পুলিশ।

শিবচরের চরজানাজাত নৌপুলিশ ফাঁড়ির (ভারপ্রাপ্ত) কর্মকর্তা মো. আনিসুর রহমান বলেন,‘আমরা গোপন সংবাদের ভিত্তিতে খবর পেয়ে পদ্মানদীতে একটি যৌথ অভিযান চালাই। এসময় হাজরা চ্যানেলমুখে অবৈধভাবে বালু উত্তোলন করছিল চক্রটি। আমরা ড্রেজার এবং বালুবাহী বাল্কহেড থেকে মোট ৮ জনকে আটক করি। এবং ড্রেজার ও বাল্কহেড জব্দ করি। শিবচর থানায় এ বিষয়ে নৌপুলিশ বাদী হয়ে মামলা দায়ের করেছে।’

তিনি আরও বলেন,‘পদ্মানদীতে অবৈধভাবে যাতে কেউ বালু উত্তোলন করতে না পারে সেব্যাপারে আমরা কঠোর অবস্থানে রয়েছি। আমাদের অভিযান অব্যাহত থাকবে।

ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

More News Of This Category