বুধবার, ২২ অক্টোবর ২০২৫, ০২:৩৬ পূর্বাহ্ন

গোপালগঞ্জে সড়ক ও জনপথ ডিপ্লোমা প্রকৌশলী সমিতির মাসিক সভা ও পদোন্নতিপ্রাপ্ত সহকারী প্রকৌশলীগণদের সংবর্ধনা প্রদান

কে এম সাইফুর রহমান, গোপালগঞ্জ
  • Update Time : মঙ্গলবার, ৬ ফেব্রুয়ারী, ২০২৪
  • ৩৯৫ Time View

গোপালগঞ্জ সড়ক ও জনপথ ডিপ্লোমা প্রকৌশলী সমিতির মাসিক সভা ও পদোন্নতিপ্রাপ্ত সহকারী প্রকৌশলীগণদের সংবর্ধনা প্রদান অনুষ্ঠিত হয়েছে। সোমবার (৫ ফেব্রুয়ারি) সন্ধ্যায় গোপালগঞ্জ সড়ক ও জনপথ জোন অফিসের সভাকক্ষে সড়ক ও জনপথ ডিপ্লোমা প্রকৌশলী সমিতির আয়োজনে অনুষ্ঠিত এ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সড়ক ও জনপথ ডিপ্লোমা প্রকৌশলী সমিতি (সওজ ডিপ্রস) -এর ‌কেন্দ্রীয় কমিটির নির্বাহী সদস্য-১ মোঃ মিজানুর রহমান পাটোয়ারী।

সড়ক ও জনপথ ডিপ্লোমা প্রকৌশলী সমিতির (সওজ ডিপ্রস) নির্বাহী কমিটির সহ-সভাপতি (গোপালগঞ্জ অঞ্চল) ডিপ্লোমা প্রকৌশলী শিশির কুমার বড়াল -এর সভাপতিত্বে অনুষ্ঠিত মাসিক সভা ও সংবর্ধনা অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, আইডিইবি গোপালগঞ্জ জেলা শাখার সভাপতি বি.এম ইছানুল কবির, সওজ ডিপ্রস কেনিক -এর সহ-সভাপতি (ঢাকা অঞ্চল) মোঃ বদিউজ্জামান মিঞা, সাংগঠনিক সম্পাদক মোঃ হাবিবুর রহমান, যুগ্ম-সাধারণ সম্পাদক মোঃ ইখতিয়ার মাহমুদ, উপ-বিভাগীয় প্রকৌশলী, সওজ, ফেরী উপ-বিভাগ ফরিদপুর, মির্জা নুরুল কবির।

পরে সওজ গোপালগঞ্জ সড়ক সার্কেলের সহকারী প্রকৌশলী (চঃ দাঃ) ও আইডিইবি গোপালগঞ্জ জেলা শাখার সাধারণ সম্পাদক মোঃ আবদুল হালিম খানকে এবং ঝিনাইদহ- যশোর মহাসড়ক (এন-৭) এর সহকারী প্রকৌশলী (চঃ দাঃ) মোঃ কামরুজ্জামানকে উপসহকারী প্রকৌশলী থেকে সহকারী প্রকৌশলী পদে পদোন্নতিপ্রাপ্ত হওয়ায় আমন্ত্রিত অতিথিগণ তাদেরকে ফুল দিয়ে শুভেচ্ছা জানান।

ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

More News Of This Category
Adsense