বুধবার, ২২ অক্টোবর ২০২৫, ১১:০৬ পূর্বাহ্ন
শিরোনাম :
বিশেষ প্রিজন ভ্যানে ট্রাইব্যুনালে নেওয়া হলো ১৫ সেনা কর্মকর্তাকে রাজৈরে শহীদ মিনার ভাঙচুর করে ঘর তোলার চেষ্টা, এলাকায় উত্তেজনা সুদে কারবারীদের ফাঁদে এক নিরীহ পরিবার সুবর্ণচরে জমি দখল ঠেকাতে স্থানীয়দের প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত নড়াইলে ডিবির দুই পৃথক অভিযানে ৩৫ পিস ইয়াবাসহ দুইজন গ্রেপ্তার মাদারীপুরে আলোচিত মাদ্রাসা ছাত্রী দীপ্তি হত্যা মামলায় আসামির ফাঁসির আদেশ মুকসুদপুরে এইচএসসি পরীক্ষায় অকৃতকার্য হয়ে ছাত্রীর আত্মহত্যা শাহজালাল বিমানবন্দরে কার্গো ভিলেজে ভয়াবহ আগুন তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নের দাবিতে বেরোবিতে মশাল মিছিল অনুষ্ঠিত পথসভায় লোক ভাড়া করে এনে টাকা না দেয়ার অভিযোগে হট্টগোল

গোপালগঞ্জে মানব পাচারকারী আলামিন কাজীকে গ্রেপ্তারের দাবিতে ভুক্তভোগীদের সংবাদ সম্মেলন

গোপালগঞ্জ প্রতিনিধি
  • Update Time : সোমবার, ৫ ফেব্রুয়ারী, ২০২৪
  • ২৯০ Time View

গোপালগঞ্জ সদর উপজেলার বৌলতলী ইউনিয়নের উত্তর কলপুর গ্রামের মোঃ ওহাব কাজীর ছেলে মানব পাচারকারী মোঃ আল-আমিন কাজীর বিরুদ্ধে বিদেশ পাঠানোর নামে ও সৌদি লোক নিয়ে তাদের সাথে প্রতারণা সহ নানাভাবে তাদেরকে হয়রানির অভিযোগে সংবাদ সম্মেলন করেছেন ভুক্তভোগীরা।

সোমবার (৫ ফেব্রুয়ারি) দুপুরে গোপালগঞ্জ জেলা মফস্বল সাংবাদিক ইউনিয়নের কার্যালয়ে অনুষ্ঠিত এ সংবাদ সম্মেলনে ঠগ ও প্রতারক মানব পাচারকারী মোঃ আল-আমিন কাজীকে দ্রুত আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তি প্রদানের জোর দাবি জানান তারা।

সংবাদ সম্মেলনে ভুক্তভোগী আদরি বেগম বলেন, বিদেশ যাওয়া বাবদ মোঃ আল-আমিনকে ২ লক্ষ ৩৬ হাজার টাকা বহুদিন যাবত দিয়েছিলাম ওই টাকাটা চাইতে গেলে আল- আমিন সহ তার পরিবারের লোকজন আমার ওপর হামলা করে আমাকে কুপিয়ে আহত করে।

আমি ৭ দিন হাসপাতালে থেকে গতকাল হাসপাতাল থেকে রিলিজ হয়েছি, আমি তো টাকাটা পাই নাই উল্টো ওরা আমাকে মেরে ফেলতে চেয়েছিলো। আমি আল-আমিন কাজী সহ আমার ওপরে যারা হামলা করেছে তাদেরকে দ্রুত আইনের আওতায় আনার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষ নিকট আহবান করছি।

আমার ওপর হামলার ব্যাপারে গোপালগঞ্জ সদর থানায় গত ২ ফেব্রুয়ারি তারিখে একটি মামলা দায়ের করেছি। এ ব্যাপারে কলপুর গ্রামের সাফায়েত হোসেন উকিলের ছেলে হূমায়ুন কবির উকিল বলেন, আমার জামাই বিদেশ থেকে তিনটে ভিসা পাঠায় ওই তিনটে ভিসা আল-আমিন কাজী ১৫ লক্ষ টাকা দেওয়ার কথা বলে আমার কাছে ভিসা নিয়ে বিদেশে গিয়ে আমার জামাইকে উল্টো তার কাজ থেকে তাকে বের করে দিয়েছে। আমার জামাই এখন খুব বিপদে আছে।

এ ব্যাপারে বৌলতলী ইউনিয়নের চেয়ারম্যান সহ এলাকার গণ্যমান্য মাদবারদের কাছে নালিশ দিলে তারা সকলে সিদ্ধান্ত দেয় ভুক্তভোগীদের টাকা দ্রুত ফেরত দেওয়ার জন্য, সে টাকাটা ফেরত না দিয়ে বিভিন্ন কৌশলে ভুক্তভোগীদের ওপর অত্যাচার করছে।

আমি আমার টাকা ফেরত সহ এই সন্ত্রাসী আল-আমিন কাজী যাদের টাকা মেরে দিয়েছে তাদেরকে অতি দ্রুত টাকা ফেরত দেওয়ার জন্য আইনের সহায়তার কামনা করছি। সংবাদ সম্মেলনে ১৪ জন ভুক্তভোগী সর্বস্ব হারিয়ে অভিযুক্ত আল-আমিন কাজীর শাস্তির দাবি করেন।

সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন দৈনিক ভোরের বাণীর চীফ রিপোর্টার এ জেড আমিনুজ্জামান রিপন, আর টিভি’র গোপালগঞ্জ জেলা প্রতিনিধি আল-মামুন, চ্যানেল এস’র কাজী মাহমুদ, ফাল্গুনী টিভি’র মনির মোল্লা, দৈনিক আলোকিত প্রতিদিনের প্রতিনিধি শিহাব মোল্লা, একুশের বাণীর তপু শেখ, ভোরের চেতনার গোলাম রব্বানী, দৈনিক শিরিনের এমডি নাঈম, দৈনিক লাল সবুজের দেশ’র হাজী কাবুল সহ গোপালগঞ্জ জেলায় বিভিন্ন ইলেকট্রনিক ও প্রিন্ট মিডিয়া কর্মরত গণমাধ্যমকর্মীবৃন্দ, ভুক্তভোগী ও তাদের স্বজনেরা উপস্থিত ছিলেন।

ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

More News Of This Category
Adsense