রাজৈর উপজেলায় শারীরিক প্রতিবন্ধীদের মাঝে বিনামূল্যে সহায়ক উপকরণ বিতরণ করা হয়েছে। সোমবার (৫ ফেব্রুয়ারি) সকাল ১১ টায় প্রতিবন্ধী সেবা ও সাহায্য কেন্দ্রের উদ্যোগে নিয়মিত কার্যক্রমের অংশ হিসেবে এসব উপকরণ বিতরণ করা হয়।
উপজেলার বিভিন্ন এলাকা থেকে আসা শারীরিক প্রতিবন্ধীর মাঝে একটি হুইল চেয়ার, ১টি সাদাছড়ি ও ৪টি হেয়ারিং এইড (শ্রবণ যন্ত্র) বিতরণ করে।
উপজেলা প্রতিবন্ধী বিষয়ক কর্মকর্তা নয়ন মনি বিশ্বাসের সভাপতিত্বে এসময় উপস্থিত ছিলেন সাপ্তাহিক সুবার্তার সম্পাদক শেখ মোস্তাফিজুল হক নাদির, কনসালট্যান্ট (ফিজিওথেরাপি) ডাঃ এম. এম ইয়াছিন মোহাম্মদ, ক্লিনিক্যাল (ফিজিওথেরাপিস্ট) মোঃ মিজানুর রহমান ও থেরাপি সহকারী আরিফুর রহমান প্রমুখ।
Leave a Reply