রাজধানীতে মাদক বিক্রি ও সেবনের অভিযোগে গ্রেফতার-২৮
অনলাইন রিপোর্ট
Update Time :
শুক্রবার, ২৯ ডিসেম্বর, ২০২৩
২৮২
Time View
রাজধানীতে মাদক বিক্রি ও সেবনের অভিযোগে গ্রেফতার-২৮
রাজধানীর বিভিন্ন এলাকায় মাদকবিরোধী অভিযান চালিয়ে মাদক বিক্রি ও সেবনের অভিযোগে ২৮ জনকে গ্রেফতার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) বিভিন্ন অপরাধ ও গোয়েন্দা বিভাগ। ডিএমপি’র মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশনস বিভাগের উপ-পুলিশ কমিশনার মো. ফারুক হোসেন বাসসকে এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি বলেন, অভিযানে আটককৃতদের কাছ থেকে ৮৪৭ পিস ইয়াবা, ৩১ গ্রাম হেরোইন ও ১৭ কেজি ৬০০ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়। ডিএমপির নিয়মিত মাদকবিরোধী অভিযানের অংশ হিসেবে বৃহস্পতিবার সকাল ছয়টা থেকে আজ শুক্রবার সকাল ছয়টা পর্যন্ত রাজধানীর বিভিন্ন থানা এলাকা থেকে মাদকদ্রব্যসহ তাদের গ্রেফতার করা হয় বলে জানান তিনি। তাদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে ২৫টি মামলা দায়ের করা...
8
রাজধানীর বিভিন্ন এলাকায় মাদকবিরোধী অভিযান চালিয়ে মাদক বিক্রি ও সেবনের অভিযোগে ২৮ জনকে গ্রেফতার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) বিভিন্ন অপরাধ ও গোয়েন্দা বিভাগ।
ডিএমপি’র মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশনস বিভাগের উপ-পুলিশ কমিশনার মো. ফারুক হোসেন বাসসকে এ তথ্য নিশ্চিত করেছেন।
তিনি বলেন, অভিযানে আটককৃতদের কাছ থেকে ৮৪৭ পিস ইয়াবা, ৩১ গ্রাম হেরোইন ও ১৭ কেজি ৬০০ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়।
ডিএমপির নিয়মিত মাদকবিরোধী অভিযানের অংশ হিসেবে বৃহস্পতিবার সকাল ছয়টা থেকে আজ শুক্রবার সকাল ছয়টা পর্যন্ত রাজধানীর বিভিন্ন থানা এলাকা থেকে মাদকদ্রব্যসহ তাদের গ্রেফতার করা হয় বলে জানান তিনি। তাদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে ২৫টি মামলা দায়ের করা হয়েছে।
ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।