বুধবার, ০৯ জুলাই ২০২৫, ০৫:৩৯ অপরাহ্ন
শিরোনাম :
যশোরের শার্শায় গণধর্ষণ মামলায় ৭ জনের বিরুদ্ধে মামলা, আটক-১ নড়াইলে অনলাইন প্রতারণার প্রতারক চক্রের ৪ সদস্য গ্রেপ্তার ভারতীয় যুবক প্রেমের টানে হারাগাছে পুলিশী হেফাজতে ফিরে গেলেন নিজ দেশে রাজৈরে ১৫০০ পিচ ইয়াবা সহ চার জনকে গ্রেপ্তার করেছে রাজৈর থানা পুলিশ সোশ্যাল মিডিয়ায় লাভজনক বিনিয়োগের প্রলোভন দেখিয়ে বিপুল পরিমান অর্থ আত্মসাৎ ৩ জনকে গ্রেফতার করেছে র‍্যাব নড়াইলে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের এক নেতা বহিষ্কার গোপালগঞ্জে টুঙ্গিপাড়ায় চুরি হওয়া মোটরসাইকেল উদ্ধার, আটক ১ নড়াইলে আশুরা উপলক্ষে শিয়া সম্প্রদায়ের “তাজিয়া মিছিল” মুকসুদপুরে জামায়াতে ইসলামী মনোনীত প্রার্থীর পথসভা, গণসংযোগ ও লিফলেট বিতরণ  ১২ বছরেও হয়নি রাস্তা নির্মাণ, ধসে পড়েছে ব্রিজের রেলিং! আশ্বাসে চলছে বছর, দুর্ভোগে জনজীবন

লোহাগড়ায় নূর মোহাম্মদ শিক্ষা কল্যাণ ট্রাস্ট কর্তৃক শিক্ষার্থীদের বৃত্তি প্রদান

খন্দকার ছদরুজ্জামান, নড়াইল জেলা প্রতিনিধি
  • Update Time : রবিবার, ১৭ ডিসেম্বর, ২০২৩
  • ৩৯৫ Time View

৩৯ তম বৃত্তি প্রদান অনুষ্ঠান – ২০২৩ নড়াইলের লোহাগড়া সরকারি পাইলট উচ্চ বিদ্যালয়ে ১৭ ডিসেম্বর, ২০২৩, রবিবার, সকাল ১০ ঘটিকা। নূরমোহম্মদ শিক্ষা কল্যাণ ট্রাস্ট ও নবাগত উপজেলা নির্বাহী অফিসার জনাব অনিমেষ বিশ্বাস, সহ-সভাপতি ট্রাষ্টির দীর্ঘদিনের সহচর বরেণ্য শিক্ষাবিদ অধ্যক্ষ শ. ম. আনয়ারুজ্জামান,

মান্যবর প্রধান অতিথি অধ্যাপক ডাঃ এ এইচ এম আব্দুর রউফ, বিভাগীয় প্রধান, অর্থপেডিক বিভাগ, যশোর মেডিকেল কলেজ ও প্রতিষ্ঠাতা, পঙ্গু হাসপাতাল, যশোর বিশেষ অতিথি লোহাগড়া উপজেলা পরিষদের চেয়ারম্যান, বীরমুক্তিযোদ্ধা এস এম এ হান্নান রুনু, লোহাগড়া সরকারি আদর্শ মহাবিদ্যালয়ের সম্মানিত অধ্যক্ষ (ভারপ্রাপ্ত) জনাব কামরুন্নাহার লিনা, জনাব মুন্সী আলাউদ্দিন, সভাপতি, লোহাগড়া উপজেলা আওয়ামীলীগ, আলহাজ সৈয়দ মসিয়ূর রহমান, সাধারণ সম্পাদক,লোহাগড়া উপজেলা আওয়ামীলীগ ও মেয়র লোহাগড়া পৌরসভা, অন্যান্য অতিথিবৃন্দ, ট্রাস্টের নির্বাহী সদস্যবৃন্দ, সাধারণ সদস্যগণ, উপস্থিত প্রতিষ্ঠান প্রধানগণ, বিভিন্ন মিডিয়ার সাংবাদিকবৃন্দ এবং বৃত্তি প্রাপ্ত শিক্ষার্থীবৃন্দ ।

ট্রাস্টের পক্ষ থেকে সকলকে শুভেচ্ছা ও ধন্যবাদ জানান । মহান বিজয়ের এই মাসে মুক্তিযুদ্ধের কালজয়ী সংগঠক নূর মোহম্মদ মিঞার নামে প্রতিষ্ঠিত ট্রাস্টের এই মহতি অনুষ্ঠানে গভীর শ্রদ্ধার সাথে স্মরণ করেন মুক্তিযুদ্ধের মহান স্থপতি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানসহ জাতির শ্রেষ্ঠ সন্তান সকল বীর মুক্তিযোদ্ধাদের ।

মুক্তিযুদ্ধে নড়াইল অস্ত্রাগার ভেঙ্গে অস্ত্র ছিনিয়ে আনা অকুতোভয় মুক্তিযোদ্ধা, এ জনপদের শিক্ষকদের শিক্ষক জনাব মরহুম নূর মোহাম্মদ মিঞার জন্ম ১৯২৬ সালে। ১৯৪১ সালে , ইতনা স্কুল থেকে ম্যাট্রিকুলেশন ও ১৯৪৩ সালে নদীয়া কৃষ্ণনগর কলেজ থেকে আই.এ, ১৯৪৭ সালে এলাহাবাদ বিশ্ববিদ্যালয় থেকে বি.এ. এবং ১৯৪৯ সালে ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে রাষ্ট্রবিজ্ঞানে এম.এ পাশ করেন।

প্রাচ্যের অক্সফোর্ড খ্যাত ঢাকা বিশ্ববিদ্যালয়ে রাষ্ট্রবিজ্ঞান বিভাগে তাঁর অধ্যাপনা শুরু। তিনি সেখান থেকে লোক প্রশাসন বিভাগের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান, সামাজিক বিজ্ঞান অনুষদের ডীন এবং এস,এম, হলের প্রাক্তন প্রভোষ্ট। ১৯৬৩ সালে তিনি The social contract শিরোনামে নিবন্ধ লেখার জন্য ইউনেস্কো পুরস্কার পান।

১৯৬৪ সাল থেকে আমেরিকার ক্যালিফোর্নিয়া সাউদার্ন বিশ্ববিদ্যালয়ে দুই বছর অধ্যয়ন করেন। তিনি ১৫ খানা বাংলা শব্দ কোষ/পরিভাষার রচয়িতা। পাকিস্তান আমলে তিনিই প্রথম ঢাকা বিশ্ববিদ্যালয়ের এম,এ, ক্লাসে বাংলায় লেকচার দেওয়া শুরু করেন।

মধুমতি পাড়ের মহিশাপাড়া গ্রামের এই ক্ষণজন্মা পুরুষ তাঁর বাল্যকাল ও কৈশোরের লীলাভূমি এই লোহাগড়ার অবহেলিত জনপদের প্রেক্ষাপটে নিজের জীবনকে চোখে দেখেছেন, স্বপ্নে তাঁর আলোকিত লোহাগড়াকে, কর্মে তাঁর শিক্ষা-বান্ধব লোহাগড়া, মর্মে তাঁর আধুনিক লোহাগড়া। “শিক্ষাতেই লোহাগড়ার মুক্তি” – এ সত্যকে গভীরে নিয়ে তিনি লোহাগড়ার শিক্ষার প্রসারে শ্রম, মেধা এবং অর্থ যুগিয়েছেন।

তাঁর শিক্ষকতা জীবনের অবসরকালীন প্রাপ্য সমুদয় অর্থ দিয়ে ১৯৮৩ সালে গঠন করেছেন মেধাবী-গরীবদের শিক্ষাবান্ধব এই শিক্ষা কল্যাণ ট্রাস্ট যা থেকে প্রতিবছর ধারাবাহিকভাবে বৃত্তি প্রদান করা হয়ে থাকে। ট্রাস্টের মুলধন ৪১,০০,০০০/- (একচল্লিশ লক্ষ) টাকা থেকে বর্তমানে ট্রাস্টের স্থায়ী আমানত হিসাবে গচ্ছিত অর্থের পরিমাণ ৫০,০০,০০০.০০/- (পঞ্চাশ লক্ষ) টাকা।

অচিরেই কোটি টাকায় রূপান্তর করাসহ মূলধন বৃদ্ধিতে চেষ্টা চালিয়ে যাচ্ছি। এটাই এ জেলার সবচেয়ে স্ফীত শিক্ষা ট্রাস্ট। যে সকল ছাত্র-ছাত্রী আজ ট্রাস্টের বৃত্তি পেয়েছে তারা যেন নিজেদেরকে শাণিত করে মহামতি নূর মোহাম্মদ মিঞার মত দেশপ্রেমিক, উদার, সাহসী এবং সর্বোপরি প্রকৃত শিক্ষায় আলোকিত মানুষ হতে পারে।

লোহাগড়া সরকারি পাইলট উচ্চ বিদ্যালয়ের অনুরণিত-অনুশীলিত হয়, যেন তাদের জীবনসত্যে গ্রথিত হয়। মাননীয় সভাপতি, ডা. নীহার রঞ্জন গুপ্ত, রায় বাহাদুর যদুনাথ মজুমদার, নওশের আলী, ড. মহেন্দ্রনাথ সরকার, মুন্সী আসাদুজামান, লে. মতিউর রহমান, নূর মোহাম্মদ মিঞার এই লোহাগড়ার অতীত ঐতিহ্য কালজয়ী। স্বাধীনতার পর লোহাগড়ার অর্জন কম নয়। মুক্তিযোদ্ধাদের সংখ্যার নিরিখে লোহাগড়া বাংলাদেশের ২য় বৃহত্তম উপজেলা।

আদর্শ শিক্ষক জনাব শ.ম. আনয়ারুজ্জামান, সুশিক্ষক বাবু অরবিন্দ আচার্য, জনাব মুন্সী মোয়াজ্জম হোসেন হবে। মাশরাফি, ডলার মাহমুদ, হরষিতের উত্তরসূরী হবে। তাদের শ্রমে, তাদের মেধামননে, তাদের আত্মপরিচর্যায় লোহাগড়া বাঁচবে। তবেই শ্রদ্ধাভাজন ট্রাস্টির লোহাগড়ার মাটিতে অন্তিম শয়নের উদার সিদ্ধান্তকে সম্মান জানানো হবে। ২০২২ সাল পর্যন্ত এই শিক্ষা কল্যাণ ট্রাস্ট থেকে মোট ৫৮,৩৭,৬০০/- (আটান্ন লক্ষ সাইত্রিশ হাজার ছয়শত) টাকা বৃত্তি প্রদান করা হয়েছে।

এ বছর ৪টি কলেজ, ৩০টি মাধ্যমিক বিদ্যালয়, ১০টি মাদ্রাসা থেকে ২৬৮ জন কে মোট ২,৬৮,০০০/- (দুই লক্ষ আটষট্টি হাজার) টাকা এবং উচ্চ শিক্ষায় ০৫ জন কে মোট ২৫,০০০/- (পঁচিশ হাজার) টাকা অর্থাৎ সর্বমোট ২,৯৩,০০০/- (দুই লক্ষ তিরানব্বই হাজার ) টাকা বৃত্তি প্রদান করা হয়েছে।

ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
Adsense