মাদারীপুরে শহীদ বুদ্ধিজীবীদের স্মরণে মোমবাতি প্রজ্বলন
মাদারীপুর প্রতিনিধি
Update Time :
বৃহস্পতিবার, ১৪ ডিসেম্বর, ২০২৩
২৯৬
Time View
মাদারীপুরে শহীদ বুদ্ধিজীবীদের স্মরণে মোমবাতি প্রজ্বলন
মোমবাতি প্রজ্বলনের মাধ্যমে একাত্তরের ১৪ ডিসেম্বরে শহীদ বুদ্ধিজীবীদের স্মরণ করলো মাদারীপুর জেলা প্রশাসন। বৃহস্পতিবার (১৪ ডিসেম্বর) সন্ধ্যা ৬টার দিকে জেলা প্রশাসন চত্বরে মুক্তিযোদ্ধা স্মৃতিস্তম্ভে এই মোমবাতি প্রজ্বলন অনুষ্ঠানের আয়োজন করা হয়। পাকিস্তানি হানাদার বাহিনী ও তাদের এদেশীয় দোসরদের চক্রান্তে নিহত জাতির শ্রেষ্ঠ সন্তানদের স্মরণ করতে বৃহস্পতিবার সন্ধ্যার পরে মোমবাতি প্রজ্বলন শুরু হয়। এ সময় শহীদদের সম্মান জানাতে উপস্থিত হয়েছিলেন জেলা প্রশাসক মোহাম্মদ মারুফুর রশিদ খান, পুলিশ সুপার মোঃ মাসুদ আলম, স্থানীয় সরকার বিভাগের উপ পরিচালক উপ সচিব মো নজরুল ইসলাম, সাবেক কমান্ডার বীর মুক্তিযোদ্ধা শাহজাহান হাওলাদার, জেলা পরিষদের সদস্য মহিউদ্দিন খান নাঈম,জেলা পরিষদের প্রশাসনিক কর্মকর্তা ইয়াসমিন, মুক্তিযোদ্ধা, স্কুল-কলেজের শিক্ষার্থী, সরকারি-বেসরকারি...
8
মোমবাতি প্রজ্বলনের মাধ্যমে একাত্তরের ১৪ ডিসেম্বরে শহীদ বুদ্ধিজীবীদের স্মরণ করলো মাদারীপুর জেলা প্রশাসন। বৃহস্পতিবার (১৪ ডিসেম্বর) সন্ধ্যা ৬টার দিকে জেলা প্রশাসন চত্বরে মুক্তিযোদ্ধা স্মৃতিস্তম্ভে এই মোমবাতি প্রজ্বলন অনুষ্ঠানের আয়োজন করা হয়।
পাকিস্তানি হানাদার বাহিনী ও তাদের এদেশীয় দোসরদের চক্রান্তে নিহত জাতির শ্রেষ্ঠ সন্তানদের স্মরণ করতে বৃহস্পতিবার সন্ধ্যার পরে মোমবাতি প্রজ্বলন শুরু হয়।
এ সময় শহীদদের সম্মান জানাতে উপস্থিত হয়েছিলেন জেলা প্রশাসক মোহাম্মদ মারুফুর রশিদ খান, পুলিশ সুপার মোঃ মাসুদ আলম, স্থানীয় সরকার বিভাগের উপ পরিচালক উপ সচিব মো নজরুল ইসলাম, সাবেক কমান্ডার বীর মুক্তিযোদ্ধা শাহজাহান হাওলাদার, জেলা পরিষদের সদস্য মহিউদ্দিন খান নাঈম,জেলা পরিষদের প্রশাসনিক কর্মকর্তা ইয়াসমিন, মুক্তিযোদ্ধা, স্কুল-কলেজের শিক্ষার্থী, সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানের কর্মকর্তাসহ বিভিন্ন শ্রেণি পেশার মানুষ।
এ সময় বিদ্যুৎ-সংযোগ বন্ধ থাকায় এক অভূতপূর্ব দৃশ্যে সৃষ্টি হয়। অন্ধকারের মধ্যে প্রজ্বলিত মোমবাতিগুলো যেন শিখা হয়ে জ্বলছিল।
ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।