মাদারীপুরে বাংলাদেশ এন জি ও ফাউন্ডেশনের ১১ টি সহযোগী সংস্থার,আয়োজনে,০২ ডিসেম্বর,২০২৩ ইং তারিখ শনিবার সকাল ৯ ঘটিকায় সমযথাযোগ্য মর্যাদায় বিএন এফ দিবস পালিত হয়।
এ উপলক্ষে রেলী ,আলোচনা সভাও কেক কাটা অনুষ্ঠিত হয়।
দিবস টি উপলক্ষে সমতা মানব উন্নয়ন প্রচেষ্টা মাদারীপুর এর নির্বাহী পরিচালক, হোমায়রা লতিফ পান্ না এর সভাপতিত্বে , সমতা মানব উন্নয়ন প্রচেষ্টা এর অফিস গৃহে আলোচনা সভা অনুষ্ঠিত হয় ।
আলোচনা সভায় বক্তব্য রাখেন, সমাধান সমাজ উন্নয়ন সংস্থা এর নির্বাহী পরিচালক,এইচ এম বোরহান,ডিডিসি এর নির্বাহী পরিচালক, শাহীন মোল্লা,বিবিএস এর নির্বাহী পরিচালক, মোঃ মাহাবুবুর রহমান বাদল মিয়া।
এছাড়াও উপস্থিত ছিলেন,এম,এম,ইউ এস এর নির্বাহী পরিচালক, ফরিদা ইয়াসমিন লাকী, প্রদেশ পল্লী দরিদ্র জনগোষ্ঠীর আর্থ-সামাজিক মানবিক উন্নয়ন সংস্থা এর নির্বাহী পরিচালক অনাদি কুমার মন্ডল,অনিদাপল্লী উন্নয়ন সংস্থা এর নির্বাহী পরিচালক, রতন চন্দ্র শীল, সৌহার্দ্য এর নির্বাহী পরিচালক, ফাতেমা পারভীন, বাসাবো এর নির্বাহী পরিচালক,মিঠূ হোসেন শিকদার,সমতা এর নির্বাহী পরিচালক,সেলী আক্তার,স্ব স্ব সহযোগী সংস্থার কর্মকর্তা বৃন্দ, সরকারি কর্মকর্তা বৃন্দ, সুশীল সমাজের প্রতিনিধি বৃন্দ, উপকার ভূগী গণ ও সা়ংবাদিক বৃন্দ।
Leave a Reply