বৃহস্পতিবার, ০৬ নভেম্বর ২০২৫, ০৮:৫২ পূর্বাহ্ন
শিরোনাম :
“আমন ধান সংগ্রহ অভিযান নির্বিঘ্ন রাখতে কর্মকর্তাদের বদলি স্থগিত” সরকারি প্রাথমিক বিদ্যালয়ে শরীরচর্চা ও সঙ্গীত শিক্ষক নিয়োগ বাতিল রাতে মাঠে মুখোমুখি লিভারপুল ও রিয়াল মাদ্রিদ দেখবেন যেভাবে নির্বাচনে বিএনপির নেতৃত্ব দেবেন কে, আর জিতলে প্রধানমন্ত্রী হবেন কে? মেহেরপুর-২ আসনে দুই পক্ষের মধ্যে সংঘর্ষ “চক্রান্ত ও ষড়যন্ত্র করেও বিএনপির অস্তিত্ব মুছে ফেলা যায়নি” মাজার জিয়ারত দিয়ে আনুষ্ঠানিকভাবে নির্বাচনী প্রচার শুরু করলেন ইলিয়াসপত্নী লুনা মিশরের রাষ্ট্রদূতের সঙ্গে সাক্ষাৎ করলেন মির্জা ফখরুল নতুন অ্যান্ড্রয়েড ফোন কেনার সময় যে ৫টি সাধারণ ভুল মানুষ প্রায়ই করে যুক্তরাষ্ট্র ভেনেজুয়েলার পরিত্যক্ত নৌঘাঁটি পুনরায় সংস্কারের কাজ করছে

মির্জাপুরে ছাএী-দের ইভটিজিং করার দায়ে শাওন নামক-১ ইভটিজার আটক

 সবুজ রানা টাঙ্গাইল জেলা প্রতিনিধি
  • Update Time : বুধবার, ২৯ নভেম্বর, ২০২৩
  • ৪১৩ Time View
6

টাঙ্গাইলের মির্জাপুরে কুড়িপাড়া উচ্চ বিদ্যালয়ের ছাত্রীদের-কে প্রতিদিন ইভটিজিং সহ যৌন হয়রানী করায় বখাটে ও মাদক-সেবনকারী শাওন (২৩)কে এলাকাবাসী গণপিটুনি দিয়ে পুলিশের কাছে সোপর্দ করেছে।বখাটে শাওনের সঙ্গে থাকা,সিয়াম,শুভ, ইমন,সাদ৭-৮ জন পালিয়ে যায়।

বখাটেদের বিরুদ্ধে কুড়ি পাড়া বিদ্যালয়ের প্রধান শিক্ষক বাদী হয়ে মির্জাপুর থানায় মামলা দায়ের করেছেন।ইভটিজার শাওনের বাড়ী কুড়ি পাড়া এলাকার ফারুক হোসেনের ছেলে।

সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল

স্হানীয় বাসিন্দাদের সাথে কথা বললে তারা জানান, বিদ্যালয় চলাকালীনের বিভিন্ন সময়ে মোটর সাইকেল নিয়ে লোকজন ও ছাএীদের চলাচলের রাস্তায় রেসলিং ও গতিরোধ করে ইভটিজিং ও যোৗন হয়রানী করে আসছে তারা।তাদের ভয়ে অনেক ছাত্রী পড়াশোনা বন্ধ করে দিয়েছে।প্রতিদিনের মতো যখন আজকে ছাত্রীদের ইভটিজিং করার চেষ্টা করলে শিক্ষার্থী,শিক্ষকসহ স্হানীয়রা জোট বেঁধে বখাটে শাওন-কে ধরে গণপিটুনি দিয়ে আটকিয়ে রেখে উপজেলা সহকারী কমিশানর(ভুমি)মাসুদুর রহমান এবং মির্জাপুর থানার পুলিশ কে জানানো হয়।

লাইক ও ফলো করুন আমাদের ফেসবুক পেজ করুন

খবর পেয়ে ঘটনাস্হলে গিয়ে ইভটিজার শাওন-কে গ্রেফতার করে নিয়ে আসেন তারা।এ বিষয়ে, বিদ্যালয়টির প্রধান শিক্ষক মো.নুরুল ইসলাম বলেন,ঘটনাটি সত্যি এই বখাটে ও ইভটিজার গ্রুপের জন্য বিদ্যালয়ের ছাএীর সংখ্যা কমে যাচ্ছে দিন দিন তাদের ভয়ে কেউ প্রতিবাদ করতে সাহস পর্যন্ত পায় না।

এই বখাটেদের দৃষ্টান্ত মুলক শাস্তির দাবী জানাই।ঘটনাটির আরো বিস্তারিত, মির্জাপুর থানার ডিউটি অফিসার (উপপরিদর্শক)মো.শফিউর রহমান বলেন,বিদ্যালয়-টির পক্ষে প্রধান শিক্ষক তিনি নিজে বাদী হয়ে অভিযোগ করেছেন।তার পরিপ্রেক্ষিতে একজন-কে আটক করেছি বাকী আসামী-দের গ্রেফতার করার জন্য অভিযান চলমান থাকবে।

ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

More News Of This Category