ফরিদপুর সদর উপজেলাধীন আলিয়াবাদ ইউনিয়নের পূর্ব আলিয়াবাদ পাটপাশা ব্রীজের দক্ষিণ পাশে অজ্ঞাত যুবকের লাশ পাওয়া। স্থানীয় সূত্র থেকে জানা যায় অদ্য ১৫/০৭/২০২৩ ইং তারিখ শনিবার বিকাল ৩-৪ টার দিক ফরিদপুর চরভদ্রাসন সড়কে গজারিয়া পাটপাশা ব্রীজের দক্ষিণ পাশের একটি পরিত্যক্ত ঝোপের পাশে অজ্ঞাত যুবককে পরে থাকতে দেখে, পরবর্তীতে কাছে গিয়ে দেখে তাকে কেউ গলায় গামছা দিয়ে শ্বাসরোধ করে ফেলে রেখে গিয়েছে।
পরবর্তীতে স্থানীয় জনগণ বিষয়টি উক্ত ইউনিয়ন এর চেয়ারম্যান গোলাম ওমর ফারুক (ডবলু) কে জানালে তিনি কোতোয়ালি থানার অফিসার ইনচার্জকে বলেন। পরবর্তীতে কোতোয়ালি থানা পুলিশের একটি সাব ইন্সপেক্টর মিজান এর নেতৃত্বে একটি টিম ঘটনাস্থলে পৌঁছে বিষয়টি দেখেন, এবং স্থানীয় জনগণের সাথে বিষয়টি নিয়ে কথা বলেন।
সাব ইন্সপেক্টর মিজান বিষয়টি নিয়ে অফিসার ইনচার্জ এর সাথে কথা বলেন এবং পরবর্তীতে ঘটনাস্থলে (সি.আই.ডি) ফরিদপুর এর ক্রাইম সিন ইউনিট এসে বিভিন্ন আলামত সংগ্রহ করেন। পুলিশ সূত্রে জানা যায় এখনো লাশের পরিচয় মেলেনি, এবং হত্যায় বিষয়ে তদন্ত পূর্বক ব্যাবস্থা গ্রহণ করা হবে।