আজ শনিবার সকাল ১০ টায় ১৫ জুলাই ২০২৩ তালুকদার ডিজিটাল প্লাজায় হল রুমে উদযাপিত হলো বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরাম এর ১১তম প্রতিষ্ঠা বার্ষিকী ।
বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরাম রাজৈর উপজেলা শাখার সভাপতি এস এম ফেরদাউস হোসেনের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক সুজন হোসেন রিফাত এর সঞ্চালনায় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সংগঠনের কেন্দ্রীয় কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক সাংবাদিক আবুল খায়ের, রাজৈর প্রেসক্লাবের সাবেক সভাপতি আব্দুল মতিন খন্দকার, রাজৈর রিপোর্টার্স ইউনিটি’ র সভাপতি ও রাজৈর উপজেলা সাংবাদিক ফোরামের সাধারণ সম্পাদক এড.গৌরাঙ্গ বসু, রাজৈর উপজেলা প্রেসক্লাবের সাবেক সভাপতি ও রাজৈর রিপোর্টার্স ইউনিটি র সম্মানিত উপদেষ্টা এফ আর মামুন, বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরাম শিবচর উপজেলা শাখার সভাপতি অপূর্ব জয়,যুগান্তরের সাংবাদিক খন্দকার রুহুল আমিন মুকুল, সাংবাদিক সুবল মজুমদার, সাংবাদিক আরিফুজ্জামান বেগ টিপু, সাংবাদিক সুবাইল খন্দকার প্রমুখ ।
অনুষ্ঠানে বক্তারা বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরামের ১৪ দফা দাবি আদায়ে এক হয়ে কাজ করার দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন এবং রাজৈর উপজেলা শাখার কার্যক্রমে সার্বিক সহযোগিতার আশ্বাস প্রদান করেন ।অনুষ্ঠান শেষে কেক কেটে প্রতিষ্ঠা বার্ষিকী পালন করেন এবং একটি বর্ণাঢ্য শোভাযাত্রার মাধ্যমে কর্মসূচির সমাপ্তি ঘোষণা করেন ।