শনিবার, ২০ এপ্রিল ২০২৪, ০৪:৪০ পূর্বাহ্ন
শিরোনাম :
সাভারে এসি বিস্ফোরনে ৭ জন দগ্ধ সাদিপুর উচ্চ বিদ্যালয় প্রাক্তন ছাত্র/ছাত্রীদের ঈদ পুনর্মিলনী অনুষ্ঠান অনুষ্ঠিত চাঁপাইনবাবগঞ্জে ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত পলাশ উপজেলা প্রেসক্লাবে পহেলা বৈশাখ উদযাপন মাদারীপুর ঝাউদিতে ১৫টি বসতঘর ভাংচুর ও লুটপাটের অভিযোগ মাদারীপুরের কালকিনিতে জমি নিয়ে বিরোধেরে জেরে অস্ত্রের মহড়া, ককটেল বিস্ফোরণ রাজারহাটে তিস্তার নদীতে গোসল করতে গিয়ে পানিতে ডুবে শিশুর মৃত্যু নড়াইলে পুলিশের অভিযানে ০১ বছর ০২ মাস সাজাপ্রাপ্ত আসামি গ্রেফতার ০১ কল রিসিভ করলেই তথ্য হ্যাক, বিষয়টি সঠিক নয় ইসরায়েল থেকে ঢাকায় ফ্লাইট নামা রহস্যজনক : রিজভী

নড়াইলে সড়ক-মহাসড়কে দুর্ঘটনারোধে ভ্যানচালকদের মাঝে রেডিয়াম স্টিকার বিতরণ

নড়াইল জেলা প্রতিনিধি, খন্দকার ছদরুজ্জামান
  • Update Time : শুক্রবার, ১৯ মে, ২০২৩
  • ১০৪ Time View

নড়াইলে দূর্ঘটনারোধে ভ্যানচালকদের মাঝে রেডিয়াম স্টিকার বিতরণসহ সড়ক-মহাসড়কে চলাচলের ক্ষেত্রে সচেতনতা সৃষ্টি করা হয়েছে। এছাড়া প্রচন্ড গরমে শরীর সুস্থ রাখতে ভ্যানচালকদের খাবার স্যালাইন, মিনারেল ওয়াটার ও লাল-সবুজের ক্যাপ বিতরণ করা হয়।

স্বেচ্ছাসেবী সংগঠন স্বপ্নের খোঁজের উদ্যোগে শুক্রবার (১৯ মে) সকালসহ গত দু’দিনে নড়াইল-ঢাকা-বেনাপোল জাতীয় মহাসড়কের রূপগঞ্জ এলাকায় ৬০জন ভ্যানচালকের মাঝে রেডিয়াম স্টিকারসহ এসব উপকরণ বিতরণ করা হয়। এ সময় উপস্থিত ছিলেন-নড়াইল পৌরসভার কাউন্সিলর ও জেলা সম্মিলিত সাংস্কৃতিক জোটের সাধারণ সম্পাদক শরফুল আলম লিটু, জেলা আওয়ামী লীগের সদস্য হাফিজ খান মিলন, জেলা ছাত্রলীগের সভাপতি নাঈম ভূঁইয়া, স্বপ্নের খোঁজের প্রতিষ্ঠাতা সভাপতি মির্জা গালিব সতেজ, সাধারণ সম্পাদক এস এম শাহ পরাণ, সহসভাপতি শাকিল আহমেদ, যুগ্মসাম্পাদক শাহরিয়ার রোহান রাজ, সদস্য পিয়াস, চয়ন দে, মহিউদ্দিনসহ অনেকে। স্বপ্নের খোঁজে ফাউন্ডেশনের সভাপতি মির্জা গালিব সতেজ বলেন, দুর্ঘটনারোধে নড়াইলের সড়ক-মহাসড়কে চলাচলরত ভ্যানের পেছনে দু’টি করে রেডিয়াম স্টিকার দেয়া হয়েছে।

যাতে করে মোটরসাইকেলসহ রাতের বেলা চলাচলরত অন্য যানবাহনগুলো সহজে ভ্যানগাড়িকে দেখতে পায়। এছাড়া রাস্তায় চলাচলের নিয়ম-কানুন সম্পর্কে ভ্যানচালকদের সচেতনতা সৃষ্টি করা হয়েছে। অন্যদিকে প্রচন্ড গরমে শরীর সুস্থ রাখতে ভ্যানচালকদের মাঝে খাবার স্যালাইন, মিনারেল ওয়াটার ও লাল-সবুজের ক্যাপ বিতরণ করা হয়েছে। পর্যায়ক্রমে অন্য সড়কেও আমাদের এ কার্যক্রম অব্যাহত থাকবে।

মির্জা গালিব সতেজ আরো বলেন, ২০১৭ সালে সংগঠনটি প্রতিষ্ঠার পর ভাসমান বেদে সম্প্রদায়ের জীবনযাত্রার মানউন্নয়নসহ সমাজের পিছিয়ে পড়া জনগোষ্ঠীকে নিয়ে কাজ করছি। দরিদ্র শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ বিতরণ, সড়কসহ বাড়ি বাড়ি বৃক্ষরোপন, অসহায় শিশুদের জন্য বিনামূল্যে ঈদবাজার, ইফতার, করোনাকালীন সময়ে খাদ্য সহায়তা, বিনামূল্যে সবজি বাজার, চিকিৎসা, গরিব কৃষকের ধানকর্তনসহ বিভিন্ন সামাজিক কাজ করেছি। সংগঠনের সদস্য, পরিবার-পরিজনদের আর্থিক সহযোগিতায় আমরা কাজ করছি। এ কাজে প্রশাসন, রাজনৈতিক নেতৃবৃন্দ, সাংবাদিকসহ বিভিন্ন পেশার মানুষ আমাদের সবসময় সহযোগিতা করে থাকে। বর্তমানে আমাদের সদস্য সংখ্যা ৪৫জন।

আলোকিত জনপদ .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category