বুধবার, ১২ নভেম্বর ২০২৫, ১০:০৬ পূর্বাহ্ন
শিরোনাম :
বাংলাদেশ পূজা উদযাপন ফ্রন্টের ১ম প্রতিষ্ঠাবার্ষিকী পালন মির্জা ফখরুল: আওয়ামী লীগের বিরুদ্ধে থাকা সব মামলা প্রত্যাহার করা হবে মুকসুদপুরে গরু চুরি করে পালানোর সময় গণপিটুনিতে এক চোর নিহত, আহত আরও ৭ জন দুর্নীতিমুক্ত ও ন্যায়ভিত্তিক শার্শা গড়ার অঙ্গীকার মাওলানা আজীজুর রহমানের বিসিবিতে নতুন যুগের সূচনা আমিনুলের ঘোষণার মধ্য দিয়ে “প্রাথমিক শিক্ষকদের আন্দোলন শেষ” বা “প্রাথমিক শিক্ষকদের আন্দোলন স্থগিত” মেডিকেল ও ডেন্টাল ভর্তি পরীক্ষা হবে ১২ ডিসেম্বর, আবেদনের শুরু মঙ্গলবার বিপিএলের নিলাম স্থগিত হলো “দিল্লিকে কাঁপানো ৩৭ মিনিট: ঘটনার বিবরণ” দিল্লিতে বিস্ফোরণ : মুম্বাই ও উত্তরপ্রদেশে জারি করা হয়েছে উচ্চ সতর্কতা

পুঁথিগত বিদ্যার পাশাপাশি শিক্ষার্থীদের পাঠাগারমুখী হতে হবে

উচ্চপ্রু মারমা রাঙ্গামাটি
  • Update Time : সোমবার, ২৩ জানুয়ারী, ২০২৩
  • ৩২৭ Time View
27

বাতি আলো নিজে নিজে জ্বলে না। নিজের আলো নিজেই পায় না অন্যকে বিলিয়ে দেয়। শিক্ষাগুরুরা যদি মনোযোগ দিয়ে পড়ালেখা না করতো তাহলে এ সফলতা অর্জন হতো না।

সফলতার এই জিপিএ-৫ সারা জীবন ধরে রাখতে হবে শিক্ষার্থীদের। মুখস্থ বিদ্যা পরিহার করে পুঁথিগত বিদ্যার পাশাপাশি শিক্ষার্থীদের পাঠাগারমুখী হতে হবে।

রোববার (২২ ডিসেম্বর) সকাল ১১টায় প্রথম আলোর আয়োজনে ফ্রেশ, এটিএন বাংলা ও প্রথম আলো বন্ধুসভার সহযোগিতায় রাঙ্গামাটি ক্ষুদ্র নৃ-গোষ্ঠী সাংস্কৃতিক ইন্সটিটিউট মিলনায়তন এসএসসি পরীক্ষায় জিপিএ-৫ পাওয়া কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠানে অতিথিরা এ আহ্বান জানান।

রাঙ্গামাটি জেলায় জিপিএ-৫ পাওয়া ১৬৪ জন কৃতী শিক্ষার্থীকে সংবর্ধনা দেয়া হয়। সকাল ৮টায় ক্ষুদ্র নৃ-গোষ্ঠী সাংস্কৃতিক ইন্সটিটিউট প্রাঙ্গণে সার্টিফিকেট ও ক্রেষ্ট সংগ্রহ করে শিক্ষার্থীরা। পরে জাতীয় সংগীত পরিবেশনের মধ্য দিয়ে শুরু হয় আলোচনা সভা।

সকলে উপভোগ করেন কৃতী শিক্ষার্থীদের কবিতা আবৃত্তি পাঠ ও মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান। অনুষ্ঠানে প্রথম আলোর সিনিয়র রিপোর্টার ফিরোজ চৌধুরী, রাঙ্গামাটি জেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মৃদুল কান্তি তালুকদার, পৌরসভার ৮নং ওয়ার্ড কাউন্সিলর, প্রবীণ সাংবাদিক সুনীল কান্তি দে, মোনঘর আবাসিক বিদ্যালয়ের সাবেক শিক্ষিকা গৌরিকা তালুকদার, সাবেক জেলা শিক্ষা অফিসার মঞ্জুলিকা খীসা প্রমূখ বক্তব্য রাখেন।

অতিথিরা বলেন, বর্তমান প্রজম্মের সাফল্যের তারকা জিপিএ-৫ পাওয়া মেধাবী শিক্ষার্থীরা এদেশের জাতিকে অনেক কিছু উপহার দিবে। দেশপ্রেমের চেতনাকে ধারণ করে ভালোবেসে সুন্দরভাবে এগিয়ে নিয়ে যাবে। এই প্রজম্মের মাধ্যমে দেশের সমগ্র অনিয়ম, দুর্নীতি দূর করতে হবে। তাহলেই দেশকে আমরা এগিয়ে নিয়ে যেতে পারব।

ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

More News Of This Category
Adsense